নয়াদিল্লি: উত্তর-পূর্ব দিল্লি থেকে কানহাইয়া কুমারকে প্রার্থী করল কংগ্রেস। রবিবার দিল্লিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা। সেখানেই কানহাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারি। এদিন পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ মিলিয়ে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।
৩৭ বছর বয়সি কানহাইয়া দ্বিতীয়বার লোকসভা ভোটে লড়ছেন। ২০১৯ সালে বিহারের বেগুসরাই থেকে সিপিআইয়ের প্রার্থী হয়েছিলেন তিনি। যদি বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে হেরে যান তিনি। তবে তাঁর জন-গণ-মন যাত্রা বেশ হইচই ফেলেছিল বিহারে।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক সময়ের বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া ২০২১ সালে যোগ দেন কংগ্রেসে। ২০২৩ সালে তাঁকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে যুক্ত করা হয়। ভোজপুরী অভিনেতা মনোজ তিওয়ারি দু’বারের সাংসদ। ২০১৯ সালে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন তিনি।
উত্তর-পূর্ব দিল্লির পাশাপাশি চাঁদনি চক থেকে কংগ্রেস এবার প্রার্থী করেছে জয়প্রকাশ আগরওয়ালকে। এই আসন থেকেই ১৯৮৪, ১৯৮৯ ও ১৯৯৬ সালে জয়ী হন তিনি। নর্থ ওয়েস্ট দিল্লি থেকে প্রার্থী করা হয়েছে উদিত রাজকে। ২০১৪ সালে বিজেপির টিকিটে এই আসন জিতেছিলেন তিনি। ২৫ তারিখ দিল্লির ভোট।
দিল্লির পাশাপাশি পঞ্জাবের ছ’ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। জলন্ধর থেকে প্রার্থী করা হয়েছে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে। এছাড়া ফতেগঢ় সাহিবের প্রার্থী অমর সিং, পাতিয়ালার ধরমবীর গান্ধী, অমৃতসরে গুরজিৎ সিং ওউজলা, ভাটিন্দায় জিৎ মহিন্দর সিং সিধু, সঙ্গহুর থেকে সুখপাল সিং খাইরা প্রার্থী হয়েছেন। উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে প্রার্থী করা হয়েছে উজ্জ্বল রেওয়াতি রমন সিংকে।