Loksabha Election Result 2024: NDA-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে INDIA জোট, নীতীশ-চন্দ্রবাবুর সঙ্গে আলোচনা কংগ্রেসের

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jun 04, 2024 | 1:16 PM

Loksabha Election Result: বেলা ১২টা পর্যন্ত গণনা অনুযায়ী, এনডিএ ২৯১ এবং ইন্ডিয়া জোট ২৩২ আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এনডিএ জোট যে খুব একটা স্বস্তিতে রয়েছে, তা বলা যাবে না। আর সেজন্যই কংগ্রেস আগাম এনডিএ-র শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। তাহলে কি এবার সরকার গড়ার তোড়জোড় শুরু করল কংগ্রেস? এমন প্রশ্নই উঠছে।

Loksabha Election Result 2024: NDA-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে INDIA জোট, নীতীশ-চন্দ্রবাবুর সঙ্গে আলোচনা কংগ্রেসের
সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: দিল্লির মসনদ কার দখলে যাবে? ভোট গণনা যত এগোচ্ছে, ততই পূর্বের সমস্ত আশা-ভাবনা বদলে যেতে চলেছে। বলা যায়, বেলা যত বাড়ছে,ততই ভোটের ফলাফলের অন্যরকম ছবি প্রকাশ্যে আসছে। এনডিএ জোটকে জোর টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। বেলা ১২টার মধ্যেই ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। আর এই ছবি প্রকাশ্যে আসার সঙ্গে-সঙ্গেই ঘর গোছাতে শুরু করেছে কংগ্রেস।

একসময়ে ইন্ডিয়া জোটের হোতা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) নীতীশ কুমার। যদিও পরবর্তী পরিস্থিতিতে পাল্টি খেয়ে এনডিএ জোটে হাত মেলান নেতা নীতীশ কুমার। যার প্রেক্ষিতে তাঁকে দলবদলু তকমাও দেওয়া হয়। তবে ইন্ডিয়া জোট যেভাবে এগোতে শুরু করেছে, তার প্রেক্ষিতে ইতিমধ্যে নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। এমনকি দক্ষিণের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, তেলেগু দেশম পার্টি (TDP)-র নেতা চন্দ্রবাবু নায়ডুর সঙ্গেও যোগাযোগ করছে কংগ্রেস। তাহলে কি এবার সরকার গড়ার তোড়জোড় শুরু করল কংগ্রেস? এমন প্রশ্নই উঠছে।

বেলা ১২টা পর্যন্ত গণনা অনুযায়ী, এনডিএ ২৯১ এবং ইন্ডিয়া জোট ২৩২ আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এনডিএ জোট যে খুব একটা স্বস্তিতে রয়েছে, তা বলা যাবে না। আর সেজন্যই কংগ্রেস আগাম এনডিএ-র শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং তাদের সমর্থন পেলে ইন্ডিয়া জোটের সরকার গড়া একেবারে অসম্ভব, সেকথা জোর দিয়ে বলা যাচ্ছে না।

Next Article