Video: নয়া মুখ্যমন্ত্রীর হাতিয়ারও সেই বুলডোজার! ভাঙল কার বাড়ি?
Mohan Yadav's Bulldozer action: বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর), মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া মোহন যাদব, তাঁর প্রথম 'বুলডোজার অ্যাকশনে'র নির্দেশ দিলেন। আর সঙ্গে-সঙ্গে পালন হল সেই নির্দেশ। ভেঙে গুঁড়িয়ে গেল, চলতি মাসের শুরুতেই এক বিজেপি কর্মীর হাত কেটে নেওয়ায় অভিযুক্ত ব্যক্তির বাড়ি।
ভোপাল: বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এখন দারুণ জনপ্রিয় বুলডোজার। আদালতে কোনও অপরাধের বিচার পেতে দীর্ঘ সময় লাগে। যুক্তি-তর্কের লড়াই চলে। তবে, বুলডোজারের বিচারে সেই সময় লাগে না। কাজ হয় অতি দ্রুত। প্রথম শুরু করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর, সেই পথ অনুসরণ করেছেন একের পর এক বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মধ্য প্রদেশেও দারুণ জনপ্রিয় হয়েছিল ‘মামা কি বুলডোজার’। তবে, ‘নেই মামা’ যুগেও থেমে থাকল না বুলডোজারের চাকা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর), মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেওয়া মোহন যাদব, তাঁর প্রথম ‘বুলডোজার অ্যাকশনে’র নির্দেশ দিলেন। আর সঙ্গে-সঙ্গে পালন হল সেই নির্দেশ। ভেঙে গুঁড়িয়ে গেল, চলতি মাসের শুরুতেই এক বিজেপি কর্মীর হাত কেটে নেওয়ায় অভিযুক্ত ব্যক্তির বাড়ি।
৩ ডিসেম্বর, তিন রাজ্যের ফলের সঙ্গেই প্রকাশ হয়েছিল মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলও। কংগ্রেসের জয় প্রত্যাশিত হলেও, ব্যাপক জয়লাভ করেছিল বিজেপি। ওই দিনই দেবেন্দ্র ঠাকুর নামে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছিল ফারুখ রাইন, আসলাম, শাহরুখ, বিলাল এবং সমীরের বিরুদ্ধে। ধারালো অস্ত্র দিয়ে দেবেন্দ্রর উপর হামলা চালিয়েছিল তারা। এমনকি, দেবেন্দ্রর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল ফারুখের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছিল, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাই এই হামলার কারণ। পাঁচজনই আপাতত পুলিশি হেফাজতে আছে। এদিন, ভোপাল জেলার কর্তৃপক্ষ জনতা কলোনি এলাকায় ফারুখ রাইনের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে। ঘটনর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
डॉक्टर मोहन यादव की शपथ के बाद राजधानी में बड़ी करवाई। जिस आरोपी ने मध्य विधानसभा क्षेत्र में भाजपा नेता देवेंद्र ठाकुर की हथेली काट दी थी आज उसके निवास पर बुलडोजर चल गया है।#Bhopal #MohanYadavCM yadav pic.twitter.com/dH68CYeIWO
— Laxmi Narayan Malviya (@LNMalviya6) December 14, 2023
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কারও বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন মোহন যাদব। কাজেই মুখ্যমন্ত্রী বদলে গেলেও, অপরাধীদের বিরুদ্ধে মধ্য প্রদেশে বুলডোজার পদক্ষেপ জারি রইল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নির্দেশে, ধর্মীয় স্থান ও যে কোনও প্রকাশ্য স্থানে অনুমোদিত ডেসিবেলের বেশি জোরে মাইক বাজডানো নিষিদ্ধ করেছেন মোহন যাদব। বুধবার শপথ গ্রহণের পর, মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মোহন। সেই বৈঠকের পরই মাইক ব্যবহার বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।