বন্যায় ভেসে আসছে একের পর এক কুমীর, কাঁধে নিয়ে সেলফি তুললেন এক ব্যক্তি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2021 | 1:02 PM

মধ্যপ্রদেশে ভয়াবহ বন্যায় এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। পাঁচটি কুমীরকে উদ্ধার করেছে বন দফতর।

বন্যায় ভেসে আসছে একের পর এক কুমীর, কাঁধে নিয়ে সেলফি তুললেন এক ব্যক্তি
ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো

Follow Us

ভোপাল: কখনও কুমীরের সঙ্গে এক জায়গায় আটকে গেলে কী করবেন আপনি? কুমীরের সঙ্গে সেলফি তুলবেন না নিশ্চয়। মধ্যপ্রদেশের শিবপুরীতে এমনটাই ঘটেছে। বন্যা বিধ্বস্ত শিবপুরীতে ভেসে আসে একটি কুমীর। আর তার সঙ্গেই সেলফি তুলে বসলেন এক যুবক। দু’দিন ধরে ভয়াবহ বৃষ্টির পরইই এমন ঘটনা ঘটল।

বুধবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিবপুরীর সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে সাঁতরে উঠে আসছে কুমীর। সাধারণ মানুষের বাড়ির ভিতরেও সরীসৃপের আনাগোনা। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মানুষন ১০ ফুটের একটি কুমীর টেনে তুলে সেলফি তুলছে। কুমীরের মুখ বাঁধা ধাকায় সে কিছুই করতে পারছে না। স্বাভাবিকভাবেই এমন অবস্থায় রীতিমতো সন্ত্রস্ত এলাকার বাসিন্দারা। সখ্য সাগর লেক থেকে উঠে আসছিল ওই সব কুমীর।

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে সখ্য সাগর লেকে রয়েছে ১০০ টি কুমীর। কাছেই রয়েছে চম্বল নদী, আর সেখানে আরও ৫০০ কুমীরের বাস। এই অঞ্চলে অনেক সময়য়ই কুমীর ঢুকে পড়ে গ্রামের ভিতর। শিবপুরী অঞ্চলে ও মাধব ন্যাশনাল পার্কে ঘোরাফেরা করতে দেখা যায় কুমীরগুলিকে। আর বন্যায় সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

বন্যার মধ্যে রাস্তা থেকে বন দফতর পাঁচটি কুমীর উদ্ধার করেছে। মনে করা হচ্ছে, জল সরে গেলে আরও কুমীর রাস্তায় দেখা যাবে। বন দফতরের তরফে ফোন নম্বর দেওয়া হয় এলাকার বাসিন্দাদের। যে কোনও পরিস্থিতিতে সেখানে ফোন করলে সাহায্য করবে আধিকারিকরা। আরও পড়ুন: ভাঁড়ার শূন্য, বন্ধ থাকছে কোভিশিল্ডের টিকাকরণ, খারাপ খবর শোনাল পুরসভা

Next Article