ভাঁড়ার শূন্য, বন্ধ থাকছে কোভিশিল্ডের টিকাকরণ, খারাপ খবর শোনাল পুরসভা
একদিকে যখন গোটা রাজ্যের টিকাকরণের ছবিটাই খুব একটা আশা জাগাতে পারছে না, তখন কলকাতা পুরসভার এই ছবি যে আরও হতাশাজনক
কলকাতা: সপ্তাহখানেক আগে পর্যন্ত কোভ্যাক্সিন নিয়ে টানাটানি চলছিল কলকাতায়। যদিও দিনদুয়েক আগে তা মিটে গিয়েছে। কিন্তু এ বার সঙ্কট দেখা দিয়েছে কোভিশিল্ড নিয়ে। যে ভ্যাকসিনের সরবরাহ সাধারণত নিয়মিতই হয়ে থাকে, সেই ভ্যাকসিনের ভাঁড়ারই ফুরিয়ে এসেছে। ঠিক সেই কারণে আগামিকাল থেকে কলকাতা পুরসভার ১০২ টি পুরস্বাস্থ্য কেন্দ্র এবং ৫০ টি মেগাসেন্টারে কোভিশিল্ড দেওয়া বন্ধ থাকছে।
একদিকে যখন গোটা রাজ্যের টিকাকরণের ছবিটাই খুব একটা আশা জাগাতে পারছে না, তখন কলকাতা পুরসভার এই ছবি যে আরও হতাশাজনক, তা বলার অপেক্ষা রাখে না। জেলায় জেলায় টিকার দাবিতে রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। এই অবস্থায় শহরবাসীর জন্য খারাপ খবর শোনাল কলকাতা পুরসভা। শুক্রবার কলকাতায় কোভিশিল্ড দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। প্রথম বা দ্বিতীয় কোনও ডোজ় মিলবে না এ দিন। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার বৃহস্পতিবার এই তথ্য জানান।
যদিও রাজ্যে নতুন করে কোভ্যাক্সিন চলে আসায় টিকাকরণ সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে না। পুরসভা সূত্রে জানানো হয়েছে, আগামিকাল কলকাতায় কোভ্যাক্সিনের প্রথম এবং দ্বিতীয়, উভয় ডোজ়ই দেওয়া হবে। কলকাতা পুরসভার মোট ৩৯ টি স্বাস্থ্যকেন্দ্র এবং রক্সি সিনেমার মেগাসেন্টারে পাওয়া যাবে কোভ্যাক্সিন। আরও পড়ুন: ‘দুয়ারে নর্দমার জল প্রকল্পের জন্য দায়ী অপদার্থ মুখ্যমন্ত্রী’, নমোকে চিঠি শুভেন্দুর