Maharashtra: মহা-নাটকে নয়া মোড়, অর্থ মন্ত্রক চান অজিত পওয়ার, চরম বিরোধিতা শিন্ডে শিবিরের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 05, 2023 | 8:41 AM

Shiv Sena vs NCP: শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের বিধায়করা আশা করেছিলেন যে অজিত পওয়ারের শিবিরের নেতাদের নির্দিষ্ট কিছু পদই দেওয়া হবে। কিন্তু তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ দেওয়া হয়। তাতেই রাগ সকলের।

Maharashtra: মহা-নাটকে নয়া মোড়, অর্থ মন্ত্রক চান অজিত পওয়ার, চরম বিরোধিতা শিন্ডে শিবিরের
জোট হতে না হতেই ফাটল?
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: সরকারে নতুন সদস্য যোগ হতে না হতেই অশান্তি শুরু। গত রবিবারই এনসিপি নেতা অজিত পওয়ার (Ajit Pawar) আটজন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের শাসক দল বিজেপি-শিবসেনা জোটে নাম লেখান। উপমুখ্য়মন্ত্রী করা হয় অজিত পওয়ারকে। মন্ত্রী পদ পান বাকি বিধায়করাও। কিন্তু এতে মোটেও খুশি নন শিন্ডে শিবিরের নেতারা (Shiv Sena)। ইতিমধ্যেই তারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে তারা ক্ষোভ উগরে দিয়েছেন অজিত পওয়ার ও তাঁর সঙ্গীদের মন্ত্রীপদ পাওয়া নিয়ে। তাঁদের দাবি, পওয়ার শিবিরের বদলে তাদের মন্ত্রী পদ দেওয়া উচিত ছিল। অন্যদিকে সূত্রের খবর, অজিত পওয়ার আরও মন্ত্রী পদের দাবি করেছেন। ফলে দুই শিবিরের মধ্যে ইতিমধ্যেই অশান্তি তৈরি হয়েছে।

সূত্রের খবর, শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের বিধায়করা আশা করেছিলেন যে অজিত পওয়ারের শিবিরের নেতাদের নির্দিষ্ট কিছু পদই দেওয়া হবে। কিন্তু তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ দেওয়া হয়। তাতেই রাগ সকলের। অন্যদিকে, অজিত পওয়ার উপমুখ্যমন্ত্রী পদ পাওয়ার পরও অর্থ মন্ত্রকের দায়িত্ব চেয়েছেন। সেখানেই আপত্তি তুলেছেন বিধায়করা। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে তারা দাবি জানিয়েছেন যে অজিত পওয়ারের আবেদন যেন খারিজ করে দেন।

এনসিপি সূত্রে জানা গিয়েছে, নতুন মন্ত্রী যারা হয়েছেন, তারা অর্থ মন্ত্রক, পরিকল্পনা, শক্তি, সেচ, কোঅপারেশন ও মার্কেটিংয়ের মতো পোর্টফোলিও-র দাবি জানিয়েছেন। মহা বিকাশ আগাড়ি সরকারে এনসিপি যে যে পদগুলি পেয়েছিল, সেগুলিই তারা ফেরত পেতে চাইছেন।

শিবসেনার বিধায়করা এই দাবিতেই আপত্তি জানিয়েছেন। তাদের কথায়, এনসিপিকে রাজ্যের অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া যাবে না। মহা বিকাশ আগাড়ি সরকার থাকাকালীন যথাযথ অর্থ বরাদ্দ করা হত না বলেও অভিযোগ তুলেছেন তারা।

Next Article