আন্দোলনে যোগ দিতে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু মহারাষ্ট্রের কৃষকদের

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 22, 2020 | 12:12 PM

কৃষক আন্দোলনে সমর্থন জানানোয় পঞ্জাবে অঢ়তিয়াদের (ফার্ম এজেন্ট) বাড়িতে চক্রান্ত করে আয়কর বিভাগ হানা দেওয়ার অভিযোগে তাঁরা আজ থেকে চারদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দোলনে যোগ দিতে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু মহারাষ্ট্রের কৃষকদের
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: এ বার পশ্চিম থেকেও রাজধানীতে ঢেউ আছড়ে পড়তে চলেছে। আন্দোলনে সামিল মহারাষ্ট্রও (Maharashtra)। আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়াতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মহারাষ্ট্রের কৃষকরাও (Maharashtra farmers)। সোমবার নাসিক (Nashik) থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। ১২০০ কিমি পথ পাড়ি দিয়ে আগামী ২৪ ডিসেম্বর পৌঁছবেন দিল্লি (Delhi)।

২৭তম দিনে প্রবেশ করল কৃষক আন্দোলন (Farmers protest)। ইতিমধ্যেই কিষাণ সভার নেতৃত্বে মহারাষ্ট্রের ২১টি জেলার কৃষকরা নিজেদের দাবি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। কৃষক সংগঠনের এক নেতা জানান, মহারাষ্ট্রের কৃষকরা বর্ধিত বিদ্যুৎ বিল মাফ করা ও এম এস স্বামীনাথনের কমিটি যে সুপারিশগুলি করেছিল, তা বাস্তবায়নের দাবি জানিয়ে দিল্লির কৃষক আন্দোলনে যোগদান করবেন। একই সঙ্গে বর্ষা ছাড়া অন্যান্য মরশুমে বৃষ্টিপাত হওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের একর প্রতি ৫০ হাজার টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

আন্দোলনের গতি-প্রকৃতি এবং কেন্দ্রের সঙ্গে আলোচনার বিষয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত বলেন,”কৃষিমন্ত্রীর কাছ থেকে আমরা এখনও কোনও বৈঠকের আমন্ত্রণ পাইনি। কৃষকরা সিদ্ধান্ত নিয়েছেন কৃষি আইন প্রত্যাহার না করা অবধি আন্দোলন চলবে। এক মাসেরও বেশি সময় লাগছে সমস্যার সমাধান করতে। এবার সরকার আমাদের কাছে আসবে।”

আরও পড়ুন: মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ সম্মান ট্রাম্পের

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) তুমুল সমালোচনা করেন অখিল ভারতীয় কিষাণ সভার নেতা অশোক ধাওয়ালে ও অজিত নাভালে। আন্দোলনকারী যে সব কৃষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাঁদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা উচিত বলেও দাবি জানান তাঁরা।

অন্যদিকে, কৃষক আন্দোলনে সমর্থন জানানোয় পঞ্জাবে অঢ়তিয়াদের (ফার্ম এজেন্ট) বাড়িতে চক্রান্ত করে আয়কর বিভাগ হানা দেওয়ার অভিযোগে তাঁরা আজ থেকে চারদিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অঢ়তিয়া ফেডেরেশনের সভাপতি বিজয় কালরা বলেন,”অঢ়তিয়াদের বিরুদ্ধে যেভাবে আয়কর হানা চালানো হয়েছে, তার প্রতিবাদে আমরা চার দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও (Amrinder Singh) আয়কর হানার সমালোচনা করে কেন্দ্রের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি জানান, আন্দোলনকারী কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন সরকার অঢ়তিয়াদের বাড়িতে আয়কর হানা চালিয়ে কৃষকদের ভয় দেখানোর চেষ্টা করছে।

আরও পড়ুন: ফের নারকীয় হিংসার সাক্ষী রাজধানী, নাবালিকাকে বাড়িতে ডেকে গণধর্ষণ ৪ যুবকের

Next Article