Uddhav Thackeray: ‘ব্রিটিশরাও তো উন্নয়ন করেছিল, কিন্তু…’ ইন্ডিয়ার বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর মুখ নিয়ে এনডিএ-কে খোঁচা উদ্ধবের

INDIA Meeting: ইন্ডিয়া জোটের বৈঠকের আগে বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাংবাদিক বৈঠকে এনডিএ জোটকে কটাক্ষ করে বলেন, "আমাদের তো প্রধানমন্ত্রীর মুখের জন্য অনেক পছন্দ রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ছাড়া এনডিএ-র কাছে অন্য কোনও মুখ আছে কি?"

Uddhav Thackeray: 'ব্রিটিশরাও তো উন্নয়ন করেছিল, কিন্তু...' ইন্ডিয়ার বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর মুখ নিয়ে এনডিএ-কে খোঁচা উদ্ধবের
সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে-শরদ পওয়ার।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 6:35 AM

মুম্বই: ২৬টি বিরোধী দলের জোট। তার প্রধানমন্ত্রীর মুখ (PM Candidate) কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জলঘোলা। একদিকে যেখানে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রীর মুখ হোক বলে দাবি করা হচ্ছে, সেখানেই আবার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল(Arvind Kejriwal)-কেও প্রধানমন্ত্রী পদের দাবিদার বলছে তাঁর দলের কর্মীরা। অন্যদিকে, বিজেপির নেতৃত্বে এনডিএ জোটে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কোনও দ্বিমত নেই। সকলেই জানেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন নরেন্দ্র মোদীই। ইন্ডিয়া জোটের বৈঠকের আগে বিজেপিকে প্রধানমন্ত্রীর মুখ নিয়েই এক হাত নিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

ইন্ডিয়া জোটের বৈঠকের আগে বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাংবাদিক বৈঠকে এনডিএ জোটকে কটাক্ষ করে বলেন, “আমাদের তো প্রধানমন্ত্রীর মুখের জন্য অনেক পছন্দ রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ছাড়া এনডিএ-র কাছে অন্য কোনও মুখ আছে কি?”

তিনি বললেন, “কর্নাটকে কী হয়েছে আপনারা দেখেছেন। ওঁরা বজরঙ্গবলীকেও আনতে বাধ্য হয়েছিল কিন্তু ভগবান ওঁদের আশর্বাদ করেনি।”

বিজেপির শাসনের সঙ্গে বিজেপির তুলনা করে উদ্ধব ঠাকরে বলেন, “ব্রিটিশরাও উন্নয়নমূলক কাজ করেছিল, কিন্তু যদি আমরা সমস্ত ক্ষমতা দিয়ে ওদের না তাড়াতাম, তাহলে স্বাধীনতা পেতাম না আমরা। আমরা উন্নয়ন চাই কিন্তু তার সঙ্গে স্বাধীনতাও চাই।

সাংবাদিক বৈঠকে উদ্ধবের সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পওয়ারও। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী সেচ নিয়ে যে দুর্নীতির কথা বলেছিলেন এবং সত্যিটা সামনে আনবে। আমি ওনাকে অনুরোধ করছি সঠিকভাবে যেন তদন্ত করেন।”

মায়াবতীর এনডিএ বা ইন্ডিয়া-কোনও জোটেই সামিল না হওয়ার প্রসঙ্গে শরদ পওয়ার বলেন, “মায়াবতী এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাই ওঁর উচিত নিজের অবস্থান আরও ভালভাবে স্পষ্ট করা।”

প্রসঙ্গত, আজ, বৃহস্পতিবার আরব সাগরের তীরে তৃতীয় দফার বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। ২৭টি দলের ৬৩ জন প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবেন। আগামিকাল হবে মূল বৈঠক। ইতিমধ্যেই মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চনের হাতে রাখি পরান তিনি। পরে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতেও যান। তাঁকেও রাখি পরান মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর এই সৌজন্যে আপ্লুত শিবসেনা (ইউবিটি)-র প্রধান।

‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন