Video: বিবাহ বার্ষিকীতেই মর্মান্তিক পরিণতি হল এই গ্যাংস্টারের, দেখুন ভিডিয়ো

Sukla Bhattacharjee |

Jan 06, 2024 | 10:44 PM

Maharashtra: জমি ও টাকা নিয়ে গ্যাংয়ের সদস্যদের সঙ্গে শরদ মোহলের গণ্ডগোল ছিল এবং তার জেরেই তাকে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, এটা গ্যাং-লড়াই নয়। তাঁদের সরকার কুখ্যাত অপরাধীদের কড়া হাতে মোকাবিলা করে এবং সেজন্য কেউ গ্যাং-লড়াইয়ে জড়ানোর সাহস পায় না বলেও জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ।

Video: বিবাহ বার্ষিকীতেই মর্মান্তিক পরিণতি হল এই গ্যাংস্টারের, দেখুন ভিডিয়ো
কুখ্যাত গ্যাংস্টার শরদ মোহল। ফাইল ছবি।
Image Credit source: twitter

Follow Us

পুনে: দাউদ ইব্রাহিম আর মুম্বইয়ে নেই। তবে এখনও গ্যাংস্টারদের লড়াই থামেনি। এবার গ্যাংয়ের সদস্যদের সঙ্গে লড়াইয়েই মৃত্যু হল মহারাষ্ট্রের এক কুখ্যাত গ্যাংস্টারের। আর সেই ঘটনাটি ঘটেছে ওই গ্যাংস্টারের বিবাহ-বার্ষিকীর অনুষ্ঠানেই। যার ভয়ে কাঁপত পুনে। সেই শরদ মোহলের মর্মান্তিক মৃত্যুর ভিডিয়ো বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পুনের কোথরুদ এলাকায় একটি সরু গলিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে রেখে গুলি করা হয় শরদ মোহলকে। একটি গ্রুপ ওই সরু গলিতে জড়ো হয়েছিল এবং তাদের মধ্যেই একজন শরদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অতর্কিতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে গ্যাংস্টার শরদ মোহল। ভিডিয়োটিতে আরও দেখা যায়, মোহলের সঙ্গীরা তাকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড়টা নাগাদ শরদ মোহলের উপর হামলা হয়। তার বুকে একটি গুলি এবং ডান কাঁধে দুটি গুলি লাগে। তারপর তাকে কোথরুদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। শুক্রবার মোহলের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান ছিল বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

জমি ও টাকা নিয়ে গ্যাংয়ের সদস্যদের সঙ্গে শরদ মোহলের গণ্ডগোল ছিল এবং তার জেরেই তাকে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, এটা গ্যাং-লড়াই নয়, মোহলের সঙ্গীরাই তাকে হত্যা করেছে। তাঁদের সরকার কুখ্যাত অপরাধীদের কড়া হাতে মোকাবিলা করে এবং সেজন্য কেউ গ্যাং-লড়াইয়ে জড়ানোর সাহস পায় না বলেও জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ।

শরদ মোহলের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। ওই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানস্থল থেকে ৩টি পিস্তল, ৫টি কার্তুজ ও ৩টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

Next Article