Ramjyoti: অযোধ্যা থেকে কাশীতে ‘রামজ্যোতি’ নিয়ে আসবেন নাজনিন আনসারি ও নাজমা পারভিন

Sukla Bhattacharjee |

Jan 06, 2024 | 10:34 PM

Muslim Women: মুসলিম ধর্মাবলম্বী হলেও নাজনিন ও নাজমা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী। দুজনেই বারাণসীর বাসিন্দা। নাজনিন BHU-এর স্নাতক এবং নাজমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর পিএইচডি করেছেন। একতা ও সম্প্রীতির প্রচারে তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এমনকি দুজনেই রামভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত।

Ramjyoti: অযোধ্যা থেকে কাশীতে রামজ্যোতি নিয়ে আসবেন নাজনিন আনসারি ও নাজমা পারভিন
অযোধ্যার রাম মন্দিরটি লোহা ও সিমেন্ট দিয়ে নয়, স্টিল ও পাথরের গাঁথুনিতে নির্মিত।

Follow Us

অযোধ্যা: একতা ও সংস্কৃতির কেন্দ্র হল ভারত। এবার একথার প্রমাণ দিতে চলেছেন নাজনিন আনসারি ও নাজমা পারভিন। রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে এঁরাই অযোধ্যা থেকে কাশীতে ‘রামজ্যোতি’ (জ্বলন্ত প্রদীপ) নিয়ে আসবেন। যা বর্তমান সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ।

রবিবার নাজনিন আনসারি ও নাজমা পারভিনের ‘রামজ্যোতি যাত্রা’র সূচনা করবেন। কাশীর ওম চৌধুরী ও পাতালপুরী মঠের মহন্ত বালক দাস এই যাত্রার সূচনা করাবেন। আর অযোধ্যায় তাঁদের হাতে ‘রামজ্যোতি’ তুলে দেবেন মহন্ত শম্ভু দেবাচার্য। নাজনিন ও নাজমা বারাণসী-সহ উত্তর প্রদেশের অন্যান্য জেলার মানুষের কাছে ‘রামজ্যোতি’ নিয়ে যাবেন। তাঁরা ঐক্যের বার্তা এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার করবেন। তাঁরা অযোধ্যার মাটি ও পবিত্র সরযূ নদীর জলও কাশীতে নিয়ে যাবেন।

নাজনিন আনসারি ও নাজমা পারভিন কে?

মুসলিম ধর্মাবলম্বী হলেও নাজনিন ও নাজমা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী। দুজনেই বারাণসীর বাসিন্দা। নাজনিন BHU-এর স্নাতক এবং নাজমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর পিএইচডি করেছেন। একতা ও সম্প্রীতির প্রচারে তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এমনকি দুজনেই রামভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত। ২০০৬ সালে বারাণসীর সঙ্কট মোচন মন্দিরে জঙ্গি হানার সময় নাজনিন ও নাজমা-সহ ৭০ জন মুসলিম মহিলা সেখানে গিয়ে হনুমান চালিশা পাঠ করেছিলেন। আবার রামনবমী ও দীপাবলির সময় শতাধিক মুসলিম মহিলার সঙ্গে তাঁরা ভগবান রামের আরতিতেও অংশ নিয়েছেন।

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে পেরে আপ্লুত নাজনিন। তিনি বলেন, “অযোধ্যায় রামমন্দির নির্মাণ হওয়ায় আমরা খুব খুশি। মক্কা যেমন মুসলিমদের কাছে পবিত্র জায়গা ঠিক তেমনই হিন্দু ও যাঁরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করেন তাঁদের পবিত্র স্থান হল অযোধ্য়া।”

প্রসঙ্গত, অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশ-বিদেশের রাজনীতিক, বলি তারকা, খেলোয়াড়, সাধু-সন্তদের পাশাপাশি জৈন, শিখ, ইসলাম, খ্রিস্টান-সহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরও আমন্ত্রণ জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট।

Next Article