Construction Work: ঘুমিয়েছিলেন ১০ শ্রমিক, হঠাৎই হুড়মুড়িয়ে মাথার উপর ভেঙে পড়ল লোহার খাঁচা! মৃত ৫

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 04, 2022 | 6:51 AM

Pune: পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, পুলিশ ও দমকল বাহিনী এসে ভগ্ন ভবনটি থেকে সকলকে বের করে নিয়ে আসে।

Follow Us

পুণে: নির্মীয়মাণ ভবনের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল পাঁচজনের। আহতও হয়েছেন কমপক্ষে পাঁচজন। মহারাষ্ট্রের পুণেয় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। এদিন রাতে ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায় এই নির্মীয়মাণ ভবনটি ভেঙে পড়ে। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, পুলিশ ও দমকল বাহিনী এসে ভগ্ন ভবনটি থেকে সকলকে বের করে নিয়ে আসে। পুলিশের বক্তব্য, এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। তারই একতলায় ভয়াবহ ঘটনাটি ঘটে। ডিসিপি পুণে পুলিশ রহিদাস পাওয়ার বলেন, পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে পাঁচজন আহতও হয়েছেন। পুলিশ কর্তা জানিয়েছেন, নির্মীয়মাণ ভবনটিতে শ্রমিকরা কাজ করছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে।

পুণের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম বলেন, ইয়ারবদায় শাস্ত্রীনগর এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। লোহা নিয়ে ভবনের খাঁচা তৈরি করা ছিল। ভবনটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় লোহার খাঁচা ভেঙে পড়ে। সেই সময় ১০ জন শ্রমিক সেখানে ছিলেন। মাঝরাতে বিকট শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। এরপরই তাঁরা দেখেন, নির্মীয়মাণ ভবনটিতে এই দুর্ঘটনা।

সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশই খবর দেয় দমকলে। ভেঙে পড়া লোহার ওই খাঁচা সরিয়ে বের করে নিয়ে আসা হয় ১০ জনকে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ১০ জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। বাকি পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 দেখুন বাঙালিয়ানা:

** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী

** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার

 

আরও পড়ুন: নন্দীগ্রামে ছিল ISI যোগ! বাংলাদেশ থেকে বিস্ফোরক এনেছিল হুজি জঙ্গি, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডিজি-র

আরও পড়ুন: CM Mamata Banerjee on Duare Sarkar: দুয়ারে সরকার থেকে এবার মিলবে আরও ৬ পরিষেবা, তালিকা ঘোষণা মমতার

আরও পড়ুন: Rahul Gandhi Speech In Lok sabha :‘নেহেরুর সময় থেকেই ঘনিষ্ঠ পাক-চিন’, রাহুলকে ‘বার্তা’ কংগ্রেস জমানার বিদেশমন্ত্রী নটবর সিংয়ের

পুণে: নির্মীয়মাণ ভবনের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল পাঁচজনের। আহতও হয়েছেন কমপক্ষে পাঁচজন। মহারাষ্ট্রের পুণেয় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। এদিন রাতে ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায় এই নির্মীয়মাণ ভবনটি ভেঙে পড়ে। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, পুলিশ ও দমকল বাহিনী এসে ভগ্ন ভবনটি থেকে সকলকে বের করে নিয়ে আসে। পুলিশের বক্তব্য, এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। তারই একতলায় ভয়াবহ ঘটনাটি ঘটে। ডিসিপি পুণে পুলিশ রহিদাস পাওয়ার বলেন, পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে পাঁচজন আহতও হয়েছেন। পুলিশ কর্তা জানিয়েছেন, নির্মীয়মাণ ভবনটিতে শ্রমিকরা কাজ করছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে।

পুণের ট্রাফিক পুলিশ কমিশনার রাহুল শ্রীরাম বলেন, ইয়ারবদায় শাস্ত্রীনগর এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। লোহা নিয়ে ভবনের খাঁচা তৈরি করা ছিল। ভবনটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় লোহার খাঁচা ভেঙে পড়ে। সেই সময় ১০ জন শ্রমিক সেখানে ছিলেন। মাঝরাতে বিকট শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। এরপরই তাঁরা দেখেন, নির্মীয়মাণ ভবনটিতে এই দুর্ঘটনা।

সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশই খবর দেয় দমকলে। ভেঙে পড়া লোহার ওই খাঁচা সরিয়ে বের করে নিয়ে আসা হয় ১০ জনকে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ১০ জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। বাকি পাঁচজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 দেখুন বাঙালিয়ানা:

** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী

** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার

 

আরও পড়ুন: নন্দীগ্রামে ছিল ISI যোগ! বাংলাদেশ থেকে বিস্ফোরক এনেছিল হুজি জঙ্গি, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ডিজি-র

আরও পড়ুন: CM Mamata Banerjee on Duare Sarkar: দুয়ারে সরকার থেকে এবার মিলবে আরও ৬ পরিষেবা, তালিকা ঘোষণা মমতার

আরও পড়ুন: Rahul Gandhi Speech In Lok sabha :‘নেহেরুর সময় থেকেই ঘনিষ্ঠ পাক-চিন’, রাহুলকে ‘বার্তা’ কংগ্রেস জমানার বিদেশমন্ত্রী নটবর সিংয়ের

Next Article