Rahul Gandhi Speech In Lok sabha :‘নেহেরুর সময় থেকেই ঘনিষ্ঠ পাক-চিন’, রাহুলকে ‘বার্তা’ কংগ্রেস জমানার বিদেশমন্ত্রী নটবর সিংয়ের
Natwar Singh : গতকালই লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোদী সরকারকে তোপ দেগে বলেছিলেন যে তাদের দোষেই পাকিস্তান ও চিনের বন্ধুত্ব গড়ে উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। তিনি এদিন সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘১৯৬০-এর সময় থেকেই চিন ও পাকিস্তান ঘনিষ্ঠ ছিল।’
নয়া দিল্লি : কংগ্রেস জমানার বিদেশমন্ত্রী নটবর সিং এবার মুখ খুললেন রাহুল গান্ধীর ‘পাক-চিন ঘনিষ্ঠতা’ মন্তব্যের প্রেক্ষিতে। গতকালই লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মোদী সরকারকে তোপ দেগে বলেছিলেন যে তাদের দোষেই পাকিস্তান ও চিনের বন্ধুত্ব গড়ে উঠেছে। ‘নন অ্যালায়েন্স মুভমেন্ট’-এর কথা মনে করিয়ে বর্তমান সরকারের বিদেশ নীতি নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আর এর প্রেক্ষিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পালটা তোপ দেগেছেন রাহুলকে। আর এবার এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুললেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। তিনি এদিন সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘১৯৬০-এর সময় থেকেই চিন ও পাকিস্তান ঘনিষ্ঠ ছিল।’
সংবাদ সংস্থা এএনআইকে কংগ্রেস জমানার বিদেশমন্ত্রী বলেন, ‘আমি তো দেখে অবাকই হলাম যে সরকার পক্ষের কেউ উঠে রাহুল গান্ধীকে এটা মনে করালেন না যে তিনি সম্পূর্ণ সঠিক কথা বলছেন না। কারণ পাকিস্তান ও চিন তো ১৯৬০-এর সময় থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিল।’উল্লেখ্য, ২০০৪ সালে গঠিত প্রথম ইউপিএ সরকারের বিদেশমন্ত্রী ছিলেন নটবর সিং। নটবর রাহুলকে কতকটা খোঁচা মেরেই এদিন বলেন, ‘এটা (চিন-পাকিস্তান ঘনিষ্ঠতা) তাঁর (ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু) দাদুর সময় থেকেই শুরু হয়েছিল। তাঁর দাদুই কাশ্মীর ইস্যুটি রাষ্ট্রসংঘে নিয়ে গিয়েছিলেন এবং এই বিষয়টি এখনও সেখানেই ঝুলে রয়েছে। তাঁর দাদু চিনের প্রতি এতটাই বিশ্বাস দেখিয়েছিলেন যে চিনারা যখন আমাদের আক্রমণ করেছিল তখন আমরা প্রস্তুত ছিলাম না। এগুলো ঐতিহাসিক ঘটনা এবং কেউ এগুলো তৈরি করে বানাচ্ছে না।’
এর আগে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব পেশের সময় বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে বর্তমান সরকারের বিদেশ নীতির জন্য ভারত বিশ্বমঞ্চে কোণঠাসা হয়ে পড়েছে। তবে নটবর সিং দাবি করেন যে ভারত বর্তমানে মোটেও কোণঠাসা অবস্থায় নেই। পাশাপাশি বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রশংসাও শোনা যায় প্রাক্তন বিদেশমন্ত্রীর গলায়। এস জয়শঙ্কর টুইট করে রাহুল গান্ধীকে চিন-পাকিস্তান নিয়ে ইতিহাসের ‘পাঠ’ পড়িয়েছিলেন। সেই নিয়েই নটবর সিং জয়শঙ্করের প্রশংসা করেন।
নটবর সিং বলেন, ‘আমরা মোটেই বিচ্ছিন্ন নই। আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমাদের পররাষ্ট্রনীতি ব্যর্থ নয়। আমাদের একজন বিদেশ মন্ত্রী আছেন যিনি পররাষ্ট্রনীতি নিয়েই সারাজীবন কাজ করেছেন। আমাদের বিদেশ মন্ত্রী সব বিষয়েই ভালোভাবে অবহিত। এবং আমি খুশি যে তিনি গতকাল রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে জবাব দিয়েছেন।’ নটবর সিং আরও বলেন, ‘তারা (চিন ও পাকিস্তান) তাদের সীমান্তের কাছে রাস্তা তৈরি করেছে এবং তারা এটা করতেই পারে। এটা তাদের অধিকার। কিন্তু এই মুহুর্তে তারা এটাও জানে যে তারা যদি আমাদের উপর আক্রমণ করে তবে এর গুরুতর পরিণতি হবে। কারণ আমরা ১৯৬২ সালের মতো দুর্বল নই। তারা লাদাখ এলাকায় চেষ্টা করেছিল এবং ভারতীয় সেনাবাহিনী তাদের পিছনে ঠেলে দিয়েছে। সুতরাং আমি বর্তমানে ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে দাঁড়িয়ে থাকতে দেখছি না। আমাদের প্রস্তুত থাকা উচিত এবং আমরা প্রস্তুত।’
আরও দেখুন :
* বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার
*বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী