Bagdogra Airport: কেন্দ্র ৬০০ কোটি টাকা দেওয়া সত্ত্বেও বাগডোগরা বিমানবন্দরের কাজে বাধা দিচ্ছে রাজ্য, দাবি সাংসদের
Bagdogra Airport: বাগডোগরা বিমানবন্দরের কাজে কেন এত দেরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা। তাঁর প্রশ্নর উত্তর দেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
নয়া দিল্লি : বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) অতিরিক্ত যাত্রী ভিড়। জায়গায় অভাবে অনেক সময় অবতরণ করতে পারে না বিমান। কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও এগোচ্ছে না পরিকাঠামোগত উন্নতির কাজ। লোকসভায় এমনটাই দাবি করেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা। তাঁর অভিযোগ, উন্নয়নের কাজে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতায় কাজ আটকে আছে বলে উল্লেখ করেন সাংসদ। সেই বিষয়ে কেন্দ্র হস্তক্ষেপ করছে কি না, সেই প্রশ্ন তুলেছেন রাজু বিস্তা (Raju Bista)। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
বাগডোগরা বিমানবন্দরের সমস্যা অনেক দিনের। শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়। তাই প্রতিনিয়ত এই বিমানবন্দরে ভিড় বাড়ছে। উত্তরবঙ্গে ভ্রমণের জন্যও অনেকেই এই বিমানবন্দরে যান। সেখান থেকে চলে যান গন্তব্যে। পর্যটকের ভিড়ও বেড়েছে সম্প্রতি।
এ দিন জানান, ক্ষমতার তুলনায় ৪ গুণ বেশি যাত্রী যাতায়াত করে এই বাগডোগরা বিমানবন্দরে। রানওয়ের অভাবে অনেক সময় বিমান অবতরণ করানো সম্ভব হয় না বলেও উল্লেখ করেছেন তিনি। রাজু বিস্তার দাবি, অনেক ক্ষেত্রেই দেখা যায় বিমান অবতরণ করাতে হয় কলকাতা বিমানবন্দরে। এতে অনেক অসুবিধা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। তাই এই বিষয়ে কেন্দ্র কী ভাবছে, সেই প্রশ্নই রেখেছিলেন রাজু বিস্তা। তাঁর দাবি, কেন্দ্র ৬০০ কোটি টাকা বরাদ্দ করা সত্ত্বেও রাজ্য সরকার জমি না দেওয়ায় এগোচ্ছে না কাজ।
উত্তরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, এই বিষয়টি নজরে রয়েছে কেন্দ্রের। কেন্দ্রের তরফে আলোচনা করা হচ্ছে, চিঠিপত্রের আদান-প্রদানও চলছে বলে উল্লেখ করেন তিনি। পরে একটি বিবৃতি দিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ধন্যবাদ জানিয়েছেন রাজু বিস্তা। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, রানওয়ে সংস্কারের জন্য বাগডোগরা বিমানবন্দর এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নির্দেশিকায় জানানো হয়েছে, ১১-২৫ এপ্রিল বন্ধ থাকবে ওই বিমানবন্দর।
আরও পড়ুন : Petrol Price Hike: ইউপিএ-র তুলনায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রায় অর্ধেক মোদীর আমলে, হিসেব দিলেন মন্ত্রী
দেখুন বাঙালিয়ানা:
** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী
** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার