Petrol Price Hike: ইউপিএ-র তুলনায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রায় অর্ধেক মোদীর আমলে, হিসেব দিলেন মন্ত্রী

Petrol Price Hike: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধীরা। কেন্দ্রের পাল্টা দাবি পেট্রোপণ্যের মূল্য নির্ধারণ করে না কেন্দ্র।

Petrol Price Hike: ইউপিএ-র তুলনায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রায় অর্ধেক মোদীর আমলে, হিসেব দিলেন মন্ত্রী
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 9:00 PM

নয়া দিল্লি : সাম্প্রতিককালে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি (Petrol Price Hike) উঠে এসেছে আলোচনায়। পেট্রোল- ডিজেলের আকাশছোঁয়া দামের জন্য বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছে বিরোধীরা। কেন দাম বাড়ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। আগেও কেন্দ্র জানিয়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হল পেট্রোল, ডিজেলের দামের বিকেন্দ্রীকরণ, যা করা হয়েছে ইউপিএ আমলে। বৃহস্পতিবার ফের একবার সংসদে সেই ব্যাখ্যাই দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। সেই সঙ্গে তথ্য ও পরিসংখ্যান তুলে তিনি জানিয়েছেন, এনডিএ বা মোদী সরকারের আমলে যে মূল্যবৃদ্ধি হয়েছে, তা ইউপিএ আমলের তুলনায় অনেকটাই কম। গত সাত বছরে মাত্র ৩০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ এখন আর সরকারের হাতে নেই।

দামের বিকেন্দ্রীকরণ করেছিল ইউপিএ সরকার

বৃহস্পতিবার লোকসভায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ বেনি বাহনান। তিনি প্রশ্ন করেন, পেট্রোল- ডিজেলের দাম কেন এত বাড়ছে? দাম নিয়ন্ত্রণ করতে সরকার কী পদক্ষেপ করছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁকে উত্তর দিতে গিয়েই এ দিন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ব্যাখ্যা করেন মোদী সরকারের আমলে যে মূল্যবৃদ্ধি হয়েছে, তা বিগত সরকারের তুলনায় অনেক কম। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ২০১০ সালের জুন মাসে পেট্রোল, ডিজেলের দাম বিকেন্দ্রীকরণ করা হয়। তাই নিয়ম অনুযায়ী, পেট্রোল বা ডিজেলের দাম নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর ভিত্তি করে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যে ভাবে বাড়ে, সে ভাবেই মূল্যবৃদ্ধি হয় ভারতে। শুধুমাত্র শুল্ক ঠিক করতে পারে কেন্দ্র।

কবে কত মূল্যবৃদ্ধি, হিসেব দিয়েছেন মন্ত্রী

এ দিন সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ‘ইতিহাস দেখলে দেখা যাবে বিগত সরকারের আমলে মূল্যবৃদ্ধি হয়েছিল অনেকটাই বেশি।’ ভাগ করে করে তিনি দেখিয়েছেন কোন সময়কালে কত মূল্যবৃদ্ধি হয়েছে।

তাঁর দেওয়া হিসেব অনুযায়ী,

১৯৭৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়- ১৪০ শতাংশ
১৯৭৯ থেকে ১৯৮৬ পর্যন্ত মূল্যবৃদ্ধি হয় – ১২২ শতাংশ
১৯৮৬ থেকে ১৯৯৩ পর্যন্ত মূল্যবৃদ্ধি হয় – ১২৫ শতাংশ
২০০০ থেকে ২০০৭ পর্যন্ত মূল্যবৃদ্ধি হয় – ৭০ শতাংশ
২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত মূল্যবৃদ্ধি হয় – ৬০ শতাংশ
২০১৪ থেকে ২০২১ পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়- ৩০ শতাংশ

উল্লেখ্য, ২০১৪ তে ক্ষমতায় আসে বিজেপি। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর দাবি, ২০১০-এর আগে কেন্দ্রের হাতেই নিয়ন্ত্রণ ছিল মূল্যবৃদ্ধির। তা সত্ত্বেও সেই সময় দাম বেড়েছিল। অথচ বর্তমানে কেন্দ্রের হাতে নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও দাম সে ভাবে বাড়েনি বলেই দাবি করেছেন তিনি। মাস কয়েক আগেই পেট্রোল- ডিজেলের দাম কমাতে শুল্ক কমায় কেন্দ্র।

বাঙালিয়ানার চর্চা…