নয়া দিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট আগামিকাল, ৮ ডিসেম্বর লোকসভায় পেশ হতে চলেছে। আগামিকাল দুপুর ১২ টা নাগাদ রিপোর্ট পেশ করা হবে। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মহুয়ার সাংসদ থাকবে কিনা সে বিষয়ে আগামিকালই সিদ্ধান্ত গৃহীত হবে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এদিন তিনি স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখনই স্পিকার জানিয়েছেন, মহুয়া মৈত্র সম্পর্কিত এথিক্স কমিটির রিপোর্ট আগামিকাল লোকসভায় পেশ করা হবে। মহুয়ার সাংসদ পদ খারিজের ব্যাপারে এথিক্স কমিটি যে সুপারিশ করেছে, সেটিও পেশ করা হবে। গোটা বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা। কিন্তু, স্পিকার এই বিষয়ে বেশি সময় ব্যয় করতে রাজি নন বলে জানান তিনি।
সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বলেছি রিপোর্টটি সম্পর্কে মহুয়াকে বক্তব্য পেশ করার সময় দিতে হবে। আলোচনা করতে দেওয়ারও সময় চেয়েছি। গোটা ইন্ডিয়া জোট এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সেখানে সকলেরই কিছু বলার থাকতে পারে। কিন্তু, স্পিকার বলেছেন বেশি সময় দেওয়া যাবে না। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, আমরা আধ ঘণ্টার মধ্যে এই বিষয়টি নিষ্পন্ন করব।”
অর্থাৎ মহুয়া মৈত্র সম্পর্কে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা ও মহুয়ার সাংসদ পদ থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আধ ঘণ্টা সময় রাখা হয়েছে। এখনও পর্যন্ত আধ ঘণ্টার মধ্যেই বিষয়টি নিষ্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পিকার জানিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা? যদিও এই বিষয়ে কোনও তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, ব্যবসায়ী হীরানন্দ দর্শানির থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। ঘটনার তদন্তভার দেওয়া হয় লোকসভার এথিক্স কমিটিকে। ঘটনাটির তদন্তে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মহুয়া মৈত্রকে তলব করে জিজ্ঞাসাবাদও করেছিল এথিক্স কমিটি। যদিও তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছিল বলে মাঝপথেই বেরিয়ে আসেন মহুয়া। বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। এই ঘটনার কয়েকদিন পর মহুয়া মৈত্র সম্পর্কে ৫০০ পাতার রিপোর্ট দেয় এথিক্স কমিটি। সেখানে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশও করা হয়েছে। যদিও তার তুমুল সমালোচনা করে তৃণমূল থেকে কংগ্রেস। আবার রিপোর্ট পেশের আগেই সেটা প্রকাশ হয়ে যাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। এবার সংসদে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত গৃহীত হয়, সেটাই দেখার।