গুয়াহাটি: অসমে কিডনি পাচার চক্রের মূল মাথাকে তিনদিন আগেই তামিলনাড়ুতে গ্রেফতার করেছিল পুলিশ। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে। স্থানীয় আদালত তাঁকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
মরিগাঁওয়ের পুলিশ সুপার অপর্ণা নটরাজন জানিয়েছেন কিডনি পাচারে মূল অভিযুক্ত প্লাবন বোরঠাকুর বিগত চারমাস ধরে নিখোঁজ ছিলেন, সম্প্রতি, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত কোয়েম্বাটুরে শহরে তাঁর লুকিয়ে থাকার খবর জানতে পেরেছিল অসম পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তকে তিন দিন আগে গ্রেফতার করে মঙ্গলবার রাতে জাগিরোড থানায় নিয়ে আসা হয়। সেখানে তাঁর বিরুদ্ধে আগে অভিযোগ দায়ের করা হয়েছিল।
চলতি বছরের জুলাই মাসে বেআইনি কিডনি পাচার চক্রের সন্ধান পেয়েছিল অসম পুলিশ।এই কিডনি পাচার চক্রটি দীর্ঘদিন ধরেই অনেকের সঙ্গে প্রতারণা করে আসছিল। সঙ্কটের সময়ে কিডনি দান করার জন্য বিভিন্ন ব্যক্তিকে অর্থের প্রলোভন দেখিয়ে তাদের থেকে কিডনি নিয়ে নেওয়ার পর সম্পূর্ণ অর্থ থেকে কিডনি দাতাকে বঞ্চিত করা হত। প্রথমে মরিগাঁওতেই এই পাচার চক্রের কবলে পড়া বিভিন্ন লোকের হদিশ মেলে এরপর রাজ্য বিভিন্ন জায়গা থেকেই পুলিশের কাছে আরও অভিযোগ আসতে থাকে।
আগেই কোর্ট থেকে অন্তর্বতীকালীন জামিন পেয়েছিলেন অভিযুক্ত। এরপরেই সেই রায়কে চ্যালেঞ্জ করে গুয়াহাটি আদালতে যায় অসম পুলিশ। তারপরেই অভিযুক্তের জামিন বাতিল করে আদালত। জামিন বাতিল হওয়ার পরেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর এই মামলা মোট ৫ জনকে আটক করা হয়েছিল। তারমধ্যে চারজন জামিন পেয়ে গিয়েছেন। নটরাজন বলেন, “আমরা এখন এই কিডনি পাচার চক্রের সঙ্গে আরা কারা জড়িত সেই তদন্ত এগিয়ে নিয়ে যাব। প্লাবন বোরঠাকুরের ফোন রেকর্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়েও বিস্তারিত তদন্ত করে দেখা হবে।”
আরও পড়ুন Akhilesh Yadav: ‘মুসলিম ভোট পেতে ধর্মও বদলে ফেলতে পারেন অখিলেশ’, তোপ উত্তর প্রদেশের মন্ত্রীর