মোবাইল উধাও হতেই হইচই, তারপরই বেদম মার! চলন্ত ট্রেনে পিটিয়ে খুন যুবক

Crime: এক সহযাত্রীর মোবাইল ফোন খোয়া গেলে, বাকি যাত্রীদের ওই যুবকের উপরে সন্দেহ হয়। এরপরই হঠাৎ যুবকের উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করতে থাকে কামরার বাকি যাত্রীরা। মারে ট্রেনেই মৃত্যু হয় যুবকের।

মোবাইল উধাও হতেই হইচই, তারপরই বেদম মার! চলন্ত ট্রেনে পিটিয়ে খুন যুবক
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Jan 02, 2025 | 1:34 PM

হায়দরাবাদ: ভয়ঙ্কর। চলন্ত ট্রেনে পিটিয়ে খুন! চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি বাকি যাত্রীদের। ব্যাপক মারধরে ট্রেনেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে দিল্লিগামী দক্ষিণ এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম শশাঙ্ক রামসিংহ রাজ। ট্রেনের জেনারেল কামরায় সফর করছিলেন ওই যুবক। সেখানেই এই ঘটনা ঘটে। মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয় ওই যুবককে।

জিআরপির সূত্রে খবর, এক সহযাত্রীর মোবাইল ফোন খোয়া গেলে, বাকি যাত্রীদের ওই যুবকের উপরে সন্দেহ হয়। এরপরই হঠাৎ যুবকের উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করতে থাকে কামরার বাকি যাত্রীরা। মারে ট্রেনেই মৃত্যু হয় যুবকের।

ঘটনায় নাগপুর রেলওয়ে পুলিশ ইতিমধ্যেই ৪ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, পুলিশ ওই মৃত যুবকের কাছ থেকে ১০-১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে বলেই জানা গিয়েছে।