চেন্নাই: ট্রেনে ওঠার আগে খাওয়া হয়নি। খিদেয় পেট চোঁ চোঁ করছিল, খাবার পরিবেশন হতেই এক মুহূর্তও তাই সময় নষ্ট করেননি। কিন্তু খিদে মেটাবেন কী, পাতের দিকে তাকাতেই গুলিয়ে উঠল শরীর। পেটে যা খাবার গিয়েছিল, তাও বেরিয়ে আসার জোগাড়। কী এমন ছিল ট্রেনের খাবারে? তাও আবার বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে!
বাকি আর পাঁচটা ট্রেনের থেকে আলাদা অভিজ্ঞতা পাওয়ার জন্যই বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন ওই যাত্রী। বাকি অভিজ্ঞতা ভাল হলেও, তাল কাটল খাবারের প্রসঙ্গেই। অ্যালুমিনিয়ামের ফয়েলে পরিবেশিত সাম্বারের ভিতর থেকে মিলল কালো কালো একটা জিনিস। প্রথমে ভেবেছিলেন, জিরে বা অন্য মশলা হবে, কিন্তু হাত দিতেই বুঝলেন, এটা ফোড়ন নয়। সাম্বারে ভাসছে একগাদা পোকা!
ঘটনাটি ঘটেছে তিরুনেলিভেলি থেকে চেন্নাইগামী বন্দে ভারত ট্রেনে। একাধিক যাত্রীই খাবারের মান নিয়ে অভিযোগ করেন। এক্স হ্যান্ডেলে যাত্রী পোকা ভর্তি খাবারের ছবিও পোস্ট করেন। কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুরও সেই ভিডিয়ো-ছবি শেয়ার করেন।
এদিকে, ওই যাত্রীর অভিযোগ পেতেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ। পরবর্তী স্টেশনেই খাবারের প্যাকেটটি সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। রেলওয়ের তরফে জানানো হয়েছে, খাবারের মধ্যে নয়, বরং খাবারের ঢাকনায় আটকে ছিল পোকাগুলি। যে সংস্থা খাবার পরিবেশনের দায়িত্বে ছিল, তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।