Threat to Biriyani Seller: ভাইরাল ভিডিয়ো: দীপাবলিতে বিরিয়ানি বিক্রি! দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 06, 2021 | 8:33 PM

Viral Video: ভিডিয়োতে দেখা যাচ্ছে বজরং দলের এক কর্মী ওই দোকানে গিয়ে হুমকি দিচ্ছেন। দীপাবলিতে বিরিয়ানি বিক্রি করার জন্য হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।

Threat to Biriyani Seller: ভাইরাল ভিডিয়ো: দীপাবলিতে বিরিয়ানি বিক্রি! দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি
ভাইরাল সেই ভিডিয়ো থেকে পাওয়া ছবি

Follow Us

নয়া দিল্লি : দীপাবলিতে কেন বিরিয়ানি বিক্রি করা হচ্ছে, এই বলে দোকান বন্ধ করে দিতে উদ্যত হল এক ব্যক্তি। রীতিমতো হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকেই এই অভিযোগ সামনে এসেছে। দিল্লির সন্ত নগর এলাকার ঘটনা। ভিডিয়োর ওপর ভিত্তি করে স্বত:প্রণোদিত মামলা করেছে পুলিশ। শনিবার এফআইআর দায়ের হয়েছে। ভিডিয়োতে যে ব্যক্তিকে হুমকি দিতে দেখা যাচ্ছে তিনি বজরং দলের সদস্য বলে জানা গিয়েছে। তাঁর নাম নরেশ কুমার সূর্যবংশী।

বৃহস্পতিবার ওই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরই দোকান বন্ধ করে দেন বিরিয়ানি বিক্রেতা। এলাকা ছেড়ে চলে যান তাঁর দোকানের কর্মীরাও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিয়ো। অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিল্লি পুলিশকে অভিযোগটি খতিয়ে দেখার আর্জি জানান। তারপরই সক্রিয় হয় পুলিশ। তিন মিনিটের ভিডিয়োতে দেখা যায়, নরেশ কুমার সূর্যবংশী নামে ওই ব্যক্তি বিরিয়ানি বিক্রেতাকে গিয়ে বলছেন, ‘কে দোকান খোলার অনুমতি দিয়েছে?’ তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এটা একটা হিন্দু এলাকা।’ দোকানে আগুন ধরিয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

ভিডিয়োতে শোনা যাচ্ছে নরেশ কুমার বলছেন, ‘এটা কি জামা মসজিদ? তোমার কোনও ভয় নেই? এটা কি ঈদ? কী ভাবো কি নিজেকে?’ হিন্দুদের কোনও অনুষ্ঠানে দোকান খোলা যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিক্রেতাকে। নরেশ কুমার জানিয়েছেন, ওই দিন তিনি ফুল কিনতে ওই এলাকায় গিয়েছিলেন। সেই সময় দোকান খোলা দেখে এগিয়ে যান তিনি। পুলিশ ভিডিয়ো দেখার পর ঘটনাটি খতিয়ে দেখার পর ২৯৫ এ ধারায় একটি মামলা হয়েছে।

গত অগস্ট মাসে এরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয় কানপুরে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি। তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করছিল বেশ কয়েকজন। আর সেই ব্যক্তির ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলতে দেখা যাচ্ছিল, ‘তোমরা ছেড়ে দাও।’ স্থানীয়দের মোবাইলে রেকর্ড করা এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর উত্তেজনা তৈরি হয় উত্তর প্রদেশের কানপুরে। অন্তত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনাতেও বজরং দলের যোগ থাকার অভিযোগ ওঠে।

চলতি বছরেই যন্তর মন্তরে ওঠে মুসলিম বিরোধী স্লোগান। একটি মিছিলে ওই স্লোগান ওঠার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বীনী উপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। যদিও তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ভিডিয়ো সম্পর্কে তিনি কিছুই জানেন না, তবে মিছিলে উপস্থিত পাঁচ-ছয়জন এমন কিছু স্লোগান দিয়েছেন, যা সঠিক নয়।

আরও পড়ুন : Delhi Air Pollution : সিগারেটের ধোঁয়ার থেকেও ক্ষতিকর রাজধানীর বাতাস, কমছে দিল্লিবাসীর আয়ু

Next Article