ফরিদাবাদ: মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড স্টাডিজ (MRIIRS, যার মধ্যে রয়েছে মানব রচনা ডেন্টাল কলেজ {MRDC}) এবং মানব রচনা বিশ্ববিদ্যালয় (MRU) ২০২২ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের সাফল্য উদযাপন করল বৃহস্পতিবার এক যৌথ সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এটি ছিল MRIIRS-এর ১৮তম সমাবর্তন এবং MRU-এর অষ্টম সমাবর্তন অনুষ্ঠান। ১৫০০ জনেরও বেশি স্নাতক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে শংসাপত্র। এছাড়া ৯১ জন পিএইচডি স্কলারকে ডক্টরেট ডিগ্রিও প্রদান করা হয়েছে এদিনের সমাবর্তন অনুষ্ঠানে। তবে উল্লেখযোগ্যভাবে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শনকারী ১০ ব্যক্তিত্বের হাতেও তুলে দেওয়া হয়েছে সাম্মানিক ডিগ্রি। আকাদেমিয়া এবং মিডিয়া শিল্প জগতে অসামান্য অবদানের জন্য সাম্মানিক ডক্টরেট ডিগ্রি (Honoris Causa)-র মাধ্যমে সম্মানিত করা হয় TV9 Network-এর ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও শ্রী বরুণ দাসকে। এদিনের অনুষ্ঠানে বরুণ দাসের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডঃ সন্দীপা ভট্টাচার্যও।
সাম্মানিক ডক্টরেট ডিগ্রি গ্রহণের সময় TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস তাঁর বক্তৃতায় মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজকে এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা জানান। এই অনুষ্ঠানে উপস্থিত তরুণ প্রজন্মের সঙ্গে তাঁর চিন্তাধারা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান বরুণ দাস।
সাম্মানিক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে MRIIRS-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বরুণ দাস বলেন, “দেশ হিসাবে আমরা এখন দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আইএমএফ, বিশ্বব্যাঙ্ক এবং অন্যান্য একাধিক আন্তর্জাতিক মঞ্চে ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ সুস্পষ্ট। ভারতের জি ২০-র সভাপতিত্ব তারই এক উজ্জ্বল নিদর্শন।”
সমাবর্তনের মঞ্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশে বরুণ দাস বলেন, ডিজিটাল যুগে একাগ্রতা এবং দায়বদ্ধতা ক্রম ক্ষয়িষ্ণু। হাতের মুঠোয় তথ্যের অবিরাম বিস্ফোরণই মনঃসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই সচেতনভাবে একাগ্রতার চর্চা জরুরি এবং জীবনের আগামী দিনগুলিতে দায়বদ্ধতা যেন আজকের পড়ুদের অন্যতম চারিত্রিক গুণ হিসাবে উঠে আসে।
বরুণ দাস সহ এদিনের অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য মোট ১০ বিশিষ্ট ব্যক্তিক্তকে সম্মান জানানো হয়। তাঁদের মধ্যে অন্যতম সিএসআইআর-এর প্রাক্তন ডিরেক্টর ড. রঘুনাথ অনন্ত মাশেলকার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর যোগেশ সিং, মারুতি সুজুকি সংস্থার চিফ মেন্টর সাকলাইন ইয়াসিন সিদ্দিকী, কোটার অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের ডিরেক্টর নবীন মহেশ্বরী, এক্সিস ব্যাঙ্কের ইভিপি তথা এইচআর প্রধান রাজকমল ভেম্পতি, অলিম্পিয়ান এবং আইওএ-র ভাইস প্রেসিডেন্ট গগন নারাং, এয়ার ইন্ডিয়ার চিফ রিসোর্স অফিসার সুরেশ দত্ত ত্রিপাঠি, শিবালিক প্রিন্টস লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর নগেন্দ্র আগরওয়াল এবং ইন্ডিয়ান অ্যাকসেন্টের কর্পোরেট শেফ মনীশ মালহোত্রা।
এদিনের অনুষ্ঠানে একটি সমাবর্তন স্মারকের উন্মোচন করেন MREI-এর চিফ প্যাট্রন শ্রীমতি সত্য ভাল্লা, MREI-এর প্রেসিডেন্ট ডঃ প্রশান্ত ভাল্লা, MREI-এর ভাইস প্রেসিডেন্ট ডঃ অমিত ভাল্লা, MRIIRS-এর ভিসি ডঃ সঞ্জয় শ্রীবাস্তব, এমআরইউ-এর ভিসি ডঃ আইকে ভাট, CSIR-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল তথা বিশিষ্ট কেমিকেল ইঞ্জিনিয়ার ডঃ রঘুনাথ অনন্ত মাশেলকর এবং অন্যান্য বিশিষ্টজনরা।
উল্লেখ্য, MRIIRS বা মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ় (আগে যা MRIU বলে পরিচিত ছিল) হল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন ১৯৫৬-এর ৩ ধারা মেনে গঠিত একটি স্বশাসিত বিশ্ববিদ্যালয়। NAAC-এর মূল্যায়ণে ‘A’ গ্রেড পাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠান উৎকর্ষের সাধনার জন্য সুপরিচিত। কেরিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (CITM) থেকে এটি উৎকর্ষতার জন্য স্বীকৃত হয়েছে। শিক্ষাপ্রদান, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সামাজিক দায়বদ্ধতার জন্য ফাইভ স্টার QS রেটিংও পেয়েছে এই প্রতিষ্ঠান। ‘কলেজ বোর্ড’স ইন্ডিয়ান গ্লোবাল হাইয়ার এডুকেশন অ্যালায়েন্স’-এর প্রতিষ্ঠার দিন থেকে এর সদস্য রয়েছে মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড স্টাডিজ়।