Maoists killed: ছত্তীসগঢ়ের জঙ্গলে সেনা-পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ মাওবাদী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 24, 2023 | 10:56 PM

Encounter: এদিন বিকাল সাড়ে ৫টা নাগাদ দান্তেওয়াড়া ও সুকমার সীমা সংলগ্ন কাতেকল্যান থানার অন্তর্গত ডাব্বাকুন্না গ্রামে মাওবাদী দমন অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। জঙ্গল ও পাহাড় ঘেরা ডাব্বাকুন্না গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াই শুরু হয়।

Maoists killed: ছত্তীসগঢ়ের জঙ্গলে সেনা-পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ মাওবাদী
ছত্তীসগঢ়ের জঙ্গলে মাও অভিযানে যৌথ বাহিনী। ফাইল ছবি।

Follow Us

রায়পুর: ভোট মিটতে না মিটতে ফের মাও-দমন অভিযানে নামল ছত্তীসগঢ় পুলিশ ও সেনাবাহিনী। রবিবার ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলায় মাও-দমন অভিযানে নামে পুলিশ ও সেনার যৌথবাহিনী। সেই অভিযানে এদিন নিরাপত্তারক্ষীদের গুলিতে কমপক্ষে ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে।

বাস্তার পুলিশের আইজি সুন্দররাজ পি জানান, এদিন বিকাল সাড়ে ৫টা নাগাদ দান্তেওয়াড়া ও সুকমার সীমা সংলগ্ন কাতেকল্যান থানার অন্তর্গত ডাব্বাকুন্না গ্রামে মাওবাদী দমন অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। জঙ্গল ও পাহাড় ঘেরা ডাব্বাকুন্না গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের তুমুল গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর কিছুটা বিরতি হলে জঙ্গলের ভিতর থেকে ৩ মাওবাদীর দেহ উদ্ধার করেন পুলিশ ও সিআরপিএফ জওয়ানেরা। যদিও তাদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে গোলা-বারুদ-সহ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে আইজি জানিয়েছেন।

প্রসঙ্গত, দিন কয়েক আগে ছত্তীসগঢ়ে মাওবাদী হামলায় এক সিআরপিএফ জওয়াবের মৃত্যু হয়েছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন আরও এক জওয়ান। এদিন তারই বদলা নিল বলে সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

Next Article