হায়দরাবাদ: বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিল বর। কনেও সেজেগুজে বসে ছিল। কিন্তু, শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধা হল না। আর এই ঘটনার নেপথ্যে রয়েছে মটন ডিশ। এটা কোনও সিনেমার গল্প নয়, বাস্তবে এমনই অবাক করা কাণ্ড ঘটেছে তেলঙ্গানার জাগতিয়ালে। শুধু বিয়ে বাতিল নয়, বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে হাতাহাতিও বাধে এবং পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ জানায়, নিজামাবাদের ছেলে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন জাগতিয়ালে। সেখানে বিয়ের অনুষ্ঠানের খাবারের মেনুতে রাখা হয়েছিল মটন। সেটা নিয়েই গণ্ডগোল। বরযাত্রীরা যখন খেতে বসেন, তাঁদের পাতে মটনের হাড় দেওয়া হয়নি বলে অভিযোগ। এটা নিয়ে প্রথমে কনেপক্ষের সঙ্গে বরযাত্রীদের বচসা বাধে। তারপর কনেপক্ষ অভিযোগ স্বীকার করে নেয় এবং জানায় মটনের ডিশে হাড় ছিল না। এরপর দু-পক্ষের গণ্ডগোল আরও বেড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অশান্তি থামাতে আসরে নামে পুলিশ।
কিন্তু, পুলিশ বরপক্ষকে শান্ত করে গণ্ডগোল থামাতে গেলে তারা অপমাণজনক মন্তব্য করে বলে অভিযোগ। তাদের দাবি ছিল, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে মেনুতে মটনের হাড় না থাকার কথা অস্বীকার করে গিয়েছেন। অবশেষে বরের পরিবার বিয়ে বাতিল করে দেয়।
প্রসঙ্গত, এই গোটা ঘটনাটি মনে করিয়ে দেয় তেলুগু সিনেমা বালাগাম-এর কথা। গত মার্চে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় দেখানো হয়েছিল, মটনের ডিশ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের কারণে বিয়েটাই বাতিল হয়ে যায়।