Mumbai: বিমান ছুট যাত্রীরা,চরম বিশৃঙ্খল মুম্বই বিমানবন্দরে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 08, 2021 | 6:00 PM

Mumbai Airport, গোয়েন্দা রিপোর্ট ও নানা হুমকির কারণে বিমান বন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের কাছে প্রথম অগ্রাধিকার এবং সেটা নিয়ে কোনও ধরণের ঝুঁকি নিতে আমরা রাজি নই

Mumbai: বিমান ছুট যাত্রীরা,চরম বিশৃঙ্খল মুম্বই বিমানবন্দরে
মুম্বই বিমান বন্দরে অসম্ভব ভিড়। ছবি টুইটার

Follow Us

মুম্বাই: শুক্রবার সকালে হঠাৎ করেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল মুম্বই বিমান বন্দরে (Mumbai Airport)। দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায়। একের পর এক বিমান ছুট হয়ে পড়েন যাত্রীরা। অন্তঃদেশীয় বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগোর (Indigo Airlines) তরফে যাত্রীদের উদ্দেশে বার্তা দেওয়া হয় “নিরাপত্তা খতিয়ে দেখার জন্য যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমান বন্দরে আসতে অনুরোধ করা হচ্ছে।”

বিমান বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের মরশুম (Festive Season) শুরু হওয়ার কারণে আকস্মিভাবে বিমান বন্দরে যাত্রীদের চাপ বেড়ে গিয়েছে। প্রকাশিত বিবৃতিতে বিমান বন্দর কতৃপক্ষ জানিয়েছে “দেশের অন্যান্য শহর গুলির বিমান বন্দরেও একই ধরনের অবস্থা দেখা গিয়েছে। সম্প্রতি পাওয়া গোয়েন্দা রিপোর্ট ও নানা হুমকির কারণে বিমান বন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের কাছে প্রথম অগ্রাধিকার এবং সেটা নিয়ে কোনও ধরণের ঝুঁকি নিতে আমরা রাজি নই। ছত্রপতি শিবাজী মহারাজা আন্তর্জাতিক বিমান বন্দরের (Chatrapati Sivaji Maharaja International Airport) তরফে যাত্রীদের চাপ সামাল দেওয়ার জন্য ও প্রক্রিয়াকে মসৃণ করার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে।”

কিন্তু বিমান বন্দর চত্বরে এই পরিস্থিতিতে যাত্রীরা যে চরম ক্ষুব্ধ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাদের অনেকেই সোশ্যাল মিডিয়া এই অব্যবস্থা বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বেশ কিছু সেলিব্রিটিও এই ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি (Vishal Dadlani) টুইট করে বলেছেন “মুম্বই বিমান বন্দরের ছবি দেখে মনে হচ্ছে আমরা আবার প্রাচীন যুগে ফিরে গিয়েছি। অসম্ভব ভিড়, চারদিকে হুড়োহুড়ি, বিকল মেশিন একে বারে যাচ্ছেতাই অবস্থা। বিমান বন্দরের কর্মীরা তাদের সাধ্যমতো চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এই ঘটনার জন্য আদতে যাঁরা দায়ী তাদের ট্যাগ করা হোক”

বিমান বন্দরের ছবি টুইটারে দিয়ে অনলাইন সংস্থার সিইও লিখেছেন, “মুম্বই বিমান বন্দরের অবস্থা শোচনীয়। ঢুকতে এবং চেক ইন করতেই এক ঘণ্টা সময় লাগছে। তারপর নিরাপত্তা পরীক্ষার জন্য এই লম্বা লাইন। দু’ঘণ্টা আগেও পৌঁছে কিভাবে একজন যাত্রী নির্দিষ্ট সময়ে বিমান ধরবেন। এটাই দেশের বাণিজ্য নগরীর আসল ছবি।”

আরও পড়ুন  Dark Circle: রান্নাঘরে থাকা আলুই দূর করবে আপনার ডার্ক সার্কেলের সমস্যা! কীভাবে দেখে নিন

Next Article
Air Force Day 2021: ভারতীয় বায়ু সেনার ৮৯ বছর, শুভেচ্ছায় ভাসলেন আকাশ যোদ্ধারা
Air India-TATA Sons: এমন এক অক্টোবরেই শুরু, ৮৯ বছর পর উত্তরসূরীর হাত ধরে ঘরে ফিরল এয়ার ইন্ডিয়া