Fire in Delhi’s Chandni Chowk market: পুড়ে ছাই ১০৫টি দোকান, ৩ ঘণ্টার লড়াইয়ে নিভল চাঁদনি চকের আগুন

Fire in Delhi's Chandni Chowk market: আগুন লাগার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ১৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

Fire in Delhi's Chandni Chowk market: পুড়ে ছাই ১০৫টি দোকান, ৩ ঘণ্টার লড়াইয়ে নিভল চাঁদনি চকের আগুন
আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2022 | 11:16 AM

নয়া দিল্লি: সাতসকালেই ভয়াবহ আগুন লাগল দিল্লির চাঁদনি চক মার্কেটে (Chadni Chowk Market)। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় দিল্লির চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে (Lajpat Rai Market) আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। সকালে দোকানিরা মার্কেটে এসেই দেখতে পান যে, একের পর এক দোকান দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। বর্তমানে দমকলের ১৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালায়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

হতাহতের খবর মেলেনি এখনও:

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। আগুন লাগার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ১৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ইতিমধ্যেই ফুটপাথের সামনের কয়েকটি দোকানের আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে দোকানগুলি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে।

কখন আগুন লাগে?

লাল কেল্লার ঠিক বিপরীতে অবস্থিত লাজপত রাই মার্কেটে এ দিন ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। ভোরবেলায় পসরা নিয়ে দোকানিরা আসতে শুরু করতেই দেখতে পান দাউদাউ করে আগুন জ্বলছে দোকানগুলিতে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকলের কয়েকটি ইঞ্জিন হাজির হয়। পরে আগুনের বীভৎসতা দেখে আরও দমকল পাঠানো হয়। মোট ১৩টি ইঞ্জিন মিলে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনের গ্রাসে ১০৫টি দোকান:

ভোরবেলায় আগুন লাগায়, সেই সময় মার্কেটে খুব বেশি লোকজন ছিল না। তবে অত্যন্ত জনবহুল এলাকা হওয়ায় লাজপত রাই মার্কেটের ভিতরেই প্রচুর অস্থায়ী দোকান ছিল। সেগুলির অধিকাংশই পুড়ে গিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তার ধারে সারি সারি দোকান পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

দমকল বিভাগের এক আধিকারিক জানান, আগুন নেভানোর কাজ প্রায় শেষ হয়েই এসেছে। প্রাথমিকভাবে প্রায় ১০৫টি দোকান পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং বাজারের ভিতরে এত সংখ্যক অস্থায়ী দোকান বসানোর অনুমতি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কীভাবে আগুন লাগল?

এখনও অবধি আগুন লাগার কারণ জানা না লেগেও, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। সেখান থেকে সামনেই রাখা কার্ডবোর্ড বক্সে আগুন লাগে এবং ধীরে ধীরে তা গোটা বাজারে ছড়িয়ে পড়ে।