Submarines for Navy: নৌবাহিনীর সাবমেরিন তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রকে জমা দরপত্র

নতুন তিন সাবমেরিন তৈরির জন্য এ বছর জুলাই মাসেই ছাড়পত্র দেয় ভারতীয় নৌবাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের আগেই এই ঘোষণা করেছিল নৌবাহিনী। নতুন এই সাবমেরিন বাহিনীর হাতে থাকা পুরনো সাবমেরিনের বিকল্প হয়ে উঠবে। অতীতে গত কয়েক বছরে ধারাবাহিক ভাবে বেশ কয়েকটি সাবমেরিন অন্তর্ভুক্ত হয়েছে নৌবাহিনীতে।

Submarines for Navy: নৌবাহিনীর সাবমেরিন তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রকে জমা দরপত্র
প্রতীকী ছবিImage Credit source: facebook

| Edited By: অংশুমান গোস্বামী

Dec 15, 2023 | 6:10 AM

নয়াদিল্লি: ভারতীয় নৌবাহিনীর জন্য সাবমেরিন তৈরি করতে চাইছে ম্যাজাগন ডকইয়ার্ড লিমিটেড। সাবমেরিন তৈরির জন্য ইতিমধ্যেই ওই সংস্থা দরপত্র জমা করেছে প্রতিরক্ষা মন্ত্রকে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়ানোর জন্য এই সাবমেরিন তৈরি করা হবে। মেক ইন ইন্ডিয়ার অধীনে সেই সাবমেরিন তৈরির সিদ্ধান্ত হয়েছে। এর পরই এই ভারতীয় সংস্থা দরপত্র জমা করেছে। ম্যাজাগন ডকইয়ার্ড দরপত্র জমার কথাও জানিয়েছে।

নতুন তিন সাবমেরিন তৈরির জন্য এ বছর জুলাই মাসেই ছাড়পত্র দেয় ভারতীয় নৌবাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের আগেই এই ঘোষণা করেছিল নৌবাহিনী। নতুন এই সাবমেরিন বাহিনীর হাতে থাকা পুরনো সাবমেরিনের বিকল্প হয়ে উঠবে। অতীতে গত কয়েক বছরে ধারাবাহিক ভাবে বেশ কয়েকটি সাবমেরিন অন্তর্ভুক্ত হয়েছে নৌবাহিনীতে।

নতুন এই সব সাবমেরিনকে অত্যাধুনিক প্রযুক্তিতে বানাতে চাইছে নৌবাহিনী। যেখানে অত্যাধুনিক যুদ্ধ পরিচালন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। ডিআরডিও-র তৈরি করা ডেভেলপড এয়ার ইনডিপেনডেন্ট প্রপালসন সিস্টেমও ওই সাবমেরিনে থাকবে বলে জানা গিয়েছে। এই সিস্টেম নতুন সাবমেরিনের কর্মদক্ষতা কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মত বিশেষজ্ঞদের। এই তৈরির প্রক্রিয়া কবে শুরু হয়। কত দিনে তা নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে দেশের সুরক্ষার কাজে ব্যবহার হয়, সে দিকেই এখন নজর দেশবাসীর।