Covid Warriors: কোভিড যোদ্ধাদের সন্তানদের জন্য বিশেষ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 23, 2022 | 7:56 AM

Covid Warriors: স্বাস্থ্যকর্মী সহ যে সব কোভিড যোদ্ধার মৃত্যু হয়েছে, তাঁদের সন্তানদের জন্য ডাক্তারিতে ৫টি আসন বরাদ্দ করল স্বাস্থ্যমন্ত্রক।

Covid Warriors: কোভিড যোদ্ধাদের সন্তানদের জন্য বিশেষ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রকের
নিজস্ব চিত্র।

Follow Us

নয়া দিল্লি : করোনা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর। প্রথম থেকে তাঁরাই ছিলেন প্রথম সারির যোদ্ধা। কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে দিনের পর দিন কাজ করেছেন তাঁরা। টিকাকরণ শুরু হওয়ার আগেও দায়িত্বে অবিচল থেকেছেন তাঁরা। তাই তাঁদের সন্তানদের জন্য এবার বিশেষ ঘোষণা করল স্বাস্থ্য মন্ত্রক। ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে পাঁচটি আসন সংরক্ষণ করা হল ওই কোভিড যোদ্ধাদের সন্তানদের জন্য। মঙ্গলবারই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে সেই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, ওই আসনে ভর্তি হতে গেলে পড়ুয়াদের অবশ্যই ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট (NEET) পরীক্ষায় পাশ করতে হবে। মেডিক্যাল কাউন্সিলিং কমিটি (এমসিসি) জানিয়েছে, এই সুবিধা কেবল মাত্র তাঁরাই পাবেন যাঁদের বাবা বা মায়ের কোভিড যোদ্ধা হিসেবে মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বরাদ্দ আসনগুলিতে ভর্তি হতে গেলে পড়ুয়াদের অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য পরিষেবা অধিকর্তার মাধ্যমে এমসিসি-র কাছে আবেদন জানাতে হবে। চলতি বছরের আবেদন ১৭ মার্চের মধ্যে এমসিসি-র কাছে সেই আবেদন জানাতে বলা হয়েছে। আবেদনকারীকে তালিকায় থাকা মোট পাঁচটি কলেজের মধ্যে একটি বেছে নিতে হবে। দিল্লির লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ, জব্বলপুরের এনএসসিবি মেডিক্যাল কলেজ, রাজস্থানের জেএলএন মেডিক্যাল কলেজ, কেরলের আলাপুঝার মেডিক্যাল কলেজ ও ছত্তিশগঢ়ে লখিরাম মেমোরিয়াল সরকার মেডিক্যাল কলেজ রয়েছে সেই তালিকায়।

কোভিড পরিষেবার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, এমন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সন্তানেরা ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে এই বিশেষ সুযোগ পাবেন। চিকিৎসকদের একাংশের মতে, এই ঘোষণা দু’টি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে । প্রথমত, কেন্দ্রের ঘোষণার পর রাজ্য কি কোভিড যোদ্ধাদের জন্য এ রকম কোনও সিদ্ধান্ত নেবে? পাশাপাশি, কেন্দ্রীয় ঘোষণায় মেডিক্যাল কলেজে ভর্তির মাপকাঠি কী হবে তা স্পষ্ট করা হয়নি বলেও দাবি চিকিৎসকদের। চিকিৎসা প্রতিষ্ঠানে পড়ার ক্ষেত্রে মেধা কতখানি বিচার করা হবে, সেই প্রশ্নও রয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সুযোগের অপব্যবহার হবে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।

আরও পড়ুন : Covid-19 Bulletin : আবার বাড়ল দৈনিক সংক্রমণ, ফিকে হয়ে এলেও পিছু ছাড়ছে না করোনা

Next Article