হায়দরাবাদ: একটা প্রকল্প জল জোগাবে ৪৫ লক্ষ একরের বিস্তীর্ণ এলাকায়। পানীয় ও কৃষিকাজের জন্য এই প্রকল্প থেকে জল পাবে তেলেঙ্গনার ২০ জেলা। সারা বিশ্বে নজির সৃষ্টি করে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। গোদাবরী নদীর ওপর এই কালেশ্বরম বহুমুখী প্রকল্পের একাধিক বিশ্ব রেকর্ড রয়েছে। সেচের জন্য ব্যবহৃত সবচেয়ে দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার সুড়ঙ্গ রয়েছে কালেশ্বরম প্রজেক্টে।
২ কোটি লিটার জল ধরবে কালেশ্বরম প্রকল্পের (Kaleshwaram Project) এমন জলাশয়ও সেচের জন্য বিশ্বে প্রথম। এই প্রজেক্টে ১৫ পাম্পিং স্টেশন বসিয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (Megha Engineering and Infrastructure Limited)। মোট ৪৪৩৯ মেগাওয়েটের পাম্পিং স্টেশন তৈরি করেছে মেঘা ইঞ্জিনিয়ারিং, যা বিশ্বে প্রথম। সারা বিশ্বের নজর কাড়া এই কালেশ্বরম প্রজেক্টের ইতিউতি ক্যামেরা বন্দি করেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা রাজেন্দ্র কোন্ডাপালি। সেই তথ্যচিত্র ২৫ জুন ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হবে রাত ৮টায়।
মোট ৬টি ভাষায় সম্প্রচারিত হবে কালেশ্বরম প্রজেক্টের তথ্যচিত্র ‘লিফ্টিং এ রিভার।’ আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা রাজেন্দ্র কোন্ডাপালি হায়দরাবাদের বাসিন্দা। তাঁর পরিচালিত একাধিক অনুষ্ঠান দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়। গোদাবরী নদীর ওপর বিশালাকার এই বাঁধের নির্মাণ থেকে শুরু করে বর্তমান ঘটনা প্রবাহ, তথ্যচিত্রে সব এক সুতোয় গেঁথেছেন তিনি।
আরও পড়ুন: স্রেফ ৭২ ঘণ্টায় হাসপাতাল, করোনা যুদ্ধে দেশের পাশে মেঘা ইঞ্জিনিয়ারিং
এক নজরে রাজেন্দ্র কোন্ডাপালি: চলচ্চিত্র জগতে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে রাজেন্দ্রর। তাঁর পরিচালিত ‘ইনসাইড তিরুমলা তিরুপতি’ এখনও ভিউজের দিক থেকে রেকর্ড ধরে রেখেছে। এ ছাড়া ন্যাশনাল জিওগ্রাফিতে সম্প্রচারিত হয়েছে তাঁর পরিচালিত ‘ইন্ডিয়াস মেগা কিচেন।’ সামাজিক সচেতনতা, বিজ্ঞান, প্রযুক্তি-সহ একাধিক বিষয়ে তথ্যচিত্র বানিয়েছেন রাজেন্দ্র।
আরও পড়ুন: তাইল্যান্ড থেকে এল ১৫ কোটি লিটার অক্সিজেন, দেশকে বাঁচাতে মহৎ উদ্যোগ মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের
এক নজরে কালেশ্বরম প্রজেক্ট:
১. বিশ্বের বৃহত্তম পানীয় ও সেচ জলের প্রকল্প। কালেশ্বরম প্রজেক্টের মোট দৈর্ঘ্য ১ হাজার ৮৩২ কিলোমিটার।
২. দিনে দু’টি ব্যারেজে ২০ লক্ষ কিউবিক ফুট জল ছাড়বে এই প্রজেক্টের ১৩৯ মেগাওয়েটের ২০টি পাম্প। যা বিশ্ব রেকর্ড।
৩. বিশ্বের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড পাম্প স্টেশন রয়েছে এই প্রজেক্টে। যেখানে মেগা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তৈরি ২০টি পাম্প কাজ করবে।
৪. এই প্রজেক্টের জন্য খরচ ৮০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা সেচের জন্য প্রথম কোনও রাজ্য হিসেবে তেলেঙ্গনাই বরাদ্দ করেছে।
আরও পড়ুন: ‘মানুষ বড় কাঁদছে’, মানুষের পাশে দাঁড়িয়ে প্রাণবায়ু জোগাচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং