Manipur: স্বামী কুকি ও স্ত্রী মেইতি সম্প্রদায়ের, উত্তপ্ত মণিপুরে অনাথ শিশুদের ভালবাসার পাঠ দিচ্ছেন দম্পতি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 03, 2023 | 12:12 AM

Manipur couple: পশ্চিম ইম্ফলের বাসিন্দা হাওকিপ কুকি জনজাতির আর তাঁর স্ত্রী রেওয়ারি মেইতি সম্প্রদায়ের। ওয়ারজোন এলাকায় তাঁরা বহু বছর ধরেই সুখে জীবনযাপন করছেন। তাঁরা কেবল নিজেরা ভাল থাকতে চান না, ভবিষ্যৎ প্রজন্মকেও এক 'সুখের স্বর্গ' দেখাতে চান।

Manipur: স্বামী কুকি ও স্ত্রী মেইতি সম্প্রদায়ের, উত্তপ্ত মণিপুরে অনাথ শিশুদের ভালবাসার পাঠ দিচ্ছেন দম্পতি
মণিপুরের শিশুরা। প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

ইম্ফল: মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তাল মণিপুর (Manipur)। দু-পক্ষের সংঘর্ষে বিগত কয়েক মাস ধরে রণক্ষেত্র পরিস্থিতি হয়েছে মণিপুরের। ইতিমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। ঘরছাড়া বহু মানুষ। এই আবহের মধ্যেই এক অন্য ছবি দেখা গেল। প্রকাশ্যে এল এক দম্পতির কথা। যাঁদের মধ্যে একজন কুকি এবং অপরকজন মেইতি গোষ্ঠীভুক্ত। তাঁরা বেশ সুখেই জীবনযাপন করছেন। তবে কেবল নিজেরা ভাল থেকে শান্তি পাচ্ছেন না, তাঁরা ছাত্রদের শান্তি এবং ভালবাসার পাঠ দিচ্ছেন।

পশ্চিম ইম্ফলের বাসিন্দা হাওকিপ কুকি জনজাতির আর তাঁর স্ত্রী রেওয়ারি মেইতি সম্প্রদায়ের। ওয়ারজোন এলাকায় তাঁরা বহু বছর ধরেই সুখে জীবনযাপন করছেন। তাঁরা কেবল নিজেরা ভাল থাকতে চান না, ভবিষ্যৎ প্রজন্মকেও এক ‘সুখের স্বর্গ’ দেখাতে চান। তাই বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ১৮ জন অনাথ শিশুকে ‘শান্তি ও ভালবাসার’ পাঠ দিচ্ছেন এই কুকি ও মেইতি সম্প্রদায়ের দম্পতি।

কুকি ও মেইতি গোষ্ঠীর এই দম্পতির অনাথ শিশুদের শিক্ষাদান অবশ্যই এটাই প্রথম নয়। দীর্ঘদিন ধরেই তারা এ কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁরা দুজনে মিলে একটি অনাথ আশ্রম চালান। তাঁরা এই আশ্রমের শিশুদের কোনও বিশেষ গোষ্ঠী হিসেবে পরিচিতি দিতে চান না। তাই দুই সম্প্রদায়ের ভাষা শেখান বলে জানিয়েছেন হাওকিপ। সকল সম্প্রদায়ের প্রতি ভালবাসার বার্তা দিয়ে দেশপ্রেমমূলক গান ‘মা তুঝে সালাম’ ওই শিশুদের শেখাচ্ছেন এই দম্পতি। তাঁদের স্বপ্ন, এই সমস্ত শিশুরা, ভবিষ্যৎ প্রজন্ম যেন ঘটে চলা সমস্ত হিংসা ভুলে কেবল দেশের নাগরিক হয়ে উঠতে পারে।

Next Article