PAFF ban: রেজিস্ট্যান্স ফ্রন্টের পর নিষিদ্ধ ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি মোদী সরকারের

MHA declares PAFF as terror organisation: সন্ত্রাসবাদের বিরুদ্ধে অব্যাহত মোদী সরকারের লড়াই। রেজিস্ট্যান্স ফ্রন্টের পর নিষিদ্ধ ঘোষণা করা হল পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টকেও।

PAFF ban: রেজিস্ট্যান্স ফ্রন্টের পর নিষিদ্ধ 'পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট', সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জারি মোদী সরকারের
'পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট' বা পিএএফএফ একটি সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 12:49 AM

নয়া দিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ জারি রাখল মোদী সরকার। শুক্রবার (৭ জানুয়ারি), বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ বা ইউএপিএ (UAPA)-এর আওতায় ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট’ বা পিএএফএফ (PAFF) একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কাশ্মীরের এই শাখা সংগঠনটি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের একটি প্রক্সি বা ছায়া সংগঠন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এই সংগঠন এবং এর সমস্ত শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, একই আইনের অধীনে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ (TRF)-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএএফএফ হল মৌলানা মাসুদ আজহারের নেতৃত্বাধীন জইশ-ই-মহম্মদের একটি ছায়া সংগঠন। এই সংগঠনের সদস্যরা সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত। ভারতীয় নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতা, জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যের অসামরিক নাগরিকদের ক্ষতি করতে পারে এই সংগঠন। আরও বলা হয়েছে ২০১৯ সালে এই সংগঠন উদ্ভূত হয়েছিল। অন্যান্য রাজ্য থেকে আসা জম্মু-কাশ্মীরে কর্মরত অসামরিক নাগরিকদের ক্রমাগত ভয় দেখায় এই সংগঠন। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও জম্মু-কাশ্মীর এবং ভারতের অন্যান্য বড় শহরে নাশকতার হুমকি দিয়েছে তারা।

এর আগে বৃহস্পতিবার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক টিআরএফ কমান্ডার সাজ্জাদ গুল এবং মহম্মদ আমিন ওরফে আবু খুবাইবকে ‘বিশেষ সন্ত্রাসবাদী’ হিসেবে ঘোষণা করেছিল সরকার। একইভাবে শুক্রবার, পিএএফএফ-এর আগেই লস্কর কমান্ডার আরবাজ আহমেদ মিরকেও ‘বিশেষ সন্ত্রাসবাদী’ হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, সে বর্তমানে পাকিস্তানে আছে। ২০২২-এর মে মাসে কুলগামে স্কুল শিক্ষিকা রজনী বালাকে হত্যার প্রধান অভিযুক্ত এই মির।