Haryana: মোটরবাইকে উঠতে না চাওয়ায় মহিলাকে হেলমেট দিয়ে মার প্রতিবেশীর, দেখুন ভিডিয়ো
বৃহস্পতিবারই হরিয়ানার যমুনানগরের এক সরু রাস্তায় এক মহিলাকে অপহরণ করার চেষ্টা করা হয়। চার ব্যক্তি মিলে ওই মহিলার পিছু ধাওয়া করে। ওই মহিলাও পাল্টা লড়াই ছুড়ে দিয়ে দৌড়ে পালান।
গুরুগ্রাম: শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড থেকে নববর্ষের রাতে গাড়িতে ঘষটে দিল্লির তরুণীর মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও কাটেনি। এর মধ্যেই মহিলার উপর নির্যাতনের আরেক ঘটনা প্রকাশ্যে এল। এবার প্রতিবেশীর মোটরবাইকে উঠতে না চাওয়ায় কপালে জুটল বেধড়ক মার। এবার ঘটনাস্থল হরিয়ানার গুরুগ্রাম। ওই মহিলাকে হেলমেট দিয়ে মারধর করা হয়। তবে ওই মহিলা মুখ বুজে সহ্য করেননি। তিনি পাল্টা লড়াই ছুড়ে দেন। গোটা ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে ওই মহিলা হাসপাতালে ভর্তি।
পুলিশ জানায়, মোটরবাইকে না ওঠার জন্য মহিলাকে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তার নাম কমল। ঘটনা সম্পর্কে গুরুগ্রামের এসিপি মনোজ কে বলেন, প্রতিবেশী কমল নামে এক ব্যক্তির মোটরবাইকে না ওঠায় ওই মহিলাকে হেলমেট দিয়ে মারধর করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে। গোটা ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।
সিসিটিভি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই মহিলা একটি অটোরিক্সা করে যাচ্ছিলেন। কমল নামে ওই ব্যক্তি মোটরবাইক নিয়ে অটোরিক্সার সামনে এসে দাঁড়ান এবং প্রতিবেশী ওই মহিলাকে বাইকে উঠতে বলেন। ওই মহিলা প্রতিবেশীর বাইকে উঠতে রাজি হননি। এটা নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে। তখনই ওই ব্যক্তি তাঁর হাতে থাকা হেলমেট দিয়ে মহিলার মাথায় মারেন। তারপর ওই অটোরিক্সার চালক ওই ব্যক্তিকে নিরস্ত্র করেন।
#WATCH | Haryana: CCTV footage of a man named Kamal hitting a woman with his helmet after she refused to ride on his bike. pic.twitter.com/Az3MWRKKWo
— ANI (@ANI) January 6, 2023
তবে ওই পরিস্থিতিতেও ওই মহিলা কেবল মার খেয়ে যাননি, তিনি পাল্টা প্রতিবাদ জানিয়েছেন। অটোরিক্সা যখন ওই ব্যক্তিকে নিরস্ত্র করার চেষ্টা করেন, তখন ওই মহিলা তাঁর হাতে থাকা ব্যাগ পাল্টা ওই ব্যক্তির দিকে ছুড়ে মারেন। এরপর তাঁর চিৎকারে এলাকায় লোক জড়ো হয়ে যায়। তখন বেগতিক বুঝে অভিযুক্ত ওই ব্যক্তি, কমল পালিয়ে যান।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই হরিয়ানার যমুনানগরের এক সরু রাস্তায় এক মহিলাকে অপহরণ করার চেষ্টা করা হয়। চার ব্যক্তি মিলে ওই মহিলার পিছু ধাওয়া করে। ওই মহিলাও পাল্টা লড়াই ছুড়ে দিয়ে দৌড়ে পালান। সেই ঘটনার ভিডিয়োও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেই ঘটনার একদিন পরেই ফের প্রায় একই ধরনের ঘটনার সাক্ষী হল হরিয়ানা।