নয়া দিল্লি: ডিজিটাল ভারতের দিকে আরও একধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। নতুন বছরে ক্যালেন্ডার ও ডায়েরিতে কাগজের খরচ বাঁচিয়ে ডিজিটাল মাধ্যমেই ক্যালেন্ডার ও ডায়েরি প্রকাশ করল সরকার। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and broadcasting) তরফে এই ক্যালেন্ডার (Digital Calender) ও ডায়েরি (Diary)-টি সকলের সামনে আনা হয়। এক ক্লিকেই উদ্বোধন করেন কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভাড়েকর (Prakash Javadekar)।
ন্যাশনাল মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল ক্যালেন্ডার ও ডায়েরির লাভ নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী জানান, বর্তমান সময়ে যাবতীয় কাজই ডিজিটাল মাধ্যমে হয়। দিনক্ষণ দেখা হোক কিংবা গুরুত্বপূর্ণ কোনও জিনিয় লিখে রাখা, সবকিছুই মোবাইলে করা হয়। এবার থেকে সরকারি ক্যালেন্ডার ও ডায়েরিও পাওয়া যাবে অনলাইনেই। আগামী ১৫ জানুয়ারি থেকে ১১টি ভাষায় সম্পূর্ণ বিনামূল্যে সরকারি এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। অ্যানড্রয়েড(Android) ও আইওএস (IOS)- দুই সফটওয়্যারের জন্যই এই অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: রফাসূত্র মিলল না অষ্টম দফাতেও, ফের বৈঠক ১৫ তারিখে, ‘মরবো নয় জিতবো’ বার্তা কৃষকদের
খরচের দিক থেকেও সাশ্রয়ী এই ক্যালেন্ডার। এই বিষয়ে তিনি বলেন, “প্রতিবছর আমরা প্রায় ১১ লাখ ক্যালেন্ডার ও ৯০ হাজার ডায়েরি ছাপাই। গতবছর প্রায় সাত কোটি টাকা খরচ হয়েছিল ক্যালেন্ডার ও ডায়েরি ছাপাতে। এই বছর ডিজিটাল মাধ্যম বেছে নেওয়াতে প্রায় পাঁচ কোটি টাকা সাশ্রয় হয়েছে কেন্দ্রের।”
কেন্দ্রীয় সরকারের এই নতুন অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, “প্রতি বছর নতুন ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা দূর করবে এই ডিজিটাল ক্যালেন্ডার। প্রতি মাসে একটি নতুন থিম ব্যবহার করা হবে। তারসঙ্গে একজন বিখ্যাত ব্যক্তিত্বের বিশেষ কোনও বার্তাও তুলে ধরা হবে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করবে এই অ্যাপ। ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনের মধ্যেই ডায়েরি অপশনটি থাকায় এটি বাকি অ্যাপ্লিকেশনগুলির তুলনায় বিশেষত্ব লাভ করেছে।”
আরও পড়ুন: টিকাকরণ প্রক্রিয়া নিয়ে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার বৈঠকে প্রধানমন্ত্রী