বিদেশী ভ্যাকসিন আমদানিতে জোর, আগামী বছরেই ভারতের বাজারে আসছে মডার্না ও ফাইজ়ারের টিকা
বর্তমানে ভারতে দুটি ভ্যাকসিন দিয়েই টিকাকরণ চলছে। কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পাশাপাশি সম্প্রতিই রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভিও অনুমোদন পেয়েছে।
নয়া দিল্লি: আগামী বছরেই ভারতে চলেছে মর্ডানা(Moderna)-র ভ্যাকসিন। একটি ডোজ় নিলেই তা করোনা প্রতিরোধে সক্ষম। ইতিমধ্যেই সিপলা সহ একাধিক সংস্থার সঙ্গে কথা হয়ে গিয়েছে। অন্যদিকে, চলতি বছরেই মার্কিন সংস্থা ফাইজ়ার (Pfizer) ভারতে পাঁচ কোটি ডোজ় পাঠাতে রাজি হয়েছে বলে সূত্রের খবর।
দেশে করোনা সংক্রমণ আছড়ে পড়ার পরই দেশে টিকাকরণের গতি বাড়ানোর উপর জোর দেওয়া হয়। গত সপ্তাহেই উপলব্ধ বিদেশী ভ্যাকসিন ও আমদানি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে দুই রাউন্ডের ক্যাবিনেট বৈঠক হয়েছে।
বর্তমানে ভারতে দুটি ভ্যাকসিন দিয়েই টিকাকরণ চলছে। কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পাশাপাশি সম্প্রতিই রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভিও অনুমোদন পেয়েছে।
সূত্র অনুযায়ী, সিপলার এক ডোজ়ের ভ্যাকসিন আগামী বছরেই ভারতে আসতে চলেছে। ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিপলা ভারতে পাঁচ কোটি ভ্যাকসিন উৎপাদনে আগ্রহ দেখিয়েছে এবং কেন্দ্রের কাছে ছাড়পত্রের আবেদন পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও মর্ডানার ভ্যাকসিনের অনুমোদন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজ়ারের তরফে আগামী বছরের মধ্যে পাঁচ কোটি ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করা হয়েছিল। আগামী বছরের জুলাইয়ে এক কোটি, অগস্টে এক কোটি, সেপ্টেম্বরে দুই কোটি ও অক্টোবরে এক কোটি ভ্যাকসিন পাঠানো হবে।
আরও পড়ুন: নতুন ডিরেক্টর পেল সিবিআই, প্রধানের পদে এলেন সুবোধ কুমার জয়সওয়াল