রাজ্যের হাতে সরাসরি টিকা দিতে নারাজ বিদেশি সংস্থা, বাড়ছে সঙ্কট

সুমন মহাপাত্র |

May 23, 2021 | 7:19 PM

দেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য টিকার পথ প্রশস্ত করার সময়ই কেন্দ্র জানিয়েছিল নির্মাতা সংস্থার কাছে সরাসরি টিকা কিনতে পারবে রাজ্যগুলি।

রাজ্যের হাতে সরাসরি টিকা দিতে নারাজ বিদেশি সংস্থা, বাড়ছে সঙ্কট
ফাইল চিত্র

Follow Us

চণ্ডীগঢ়: দেশে টিকা সঙ্কট। তাই তাড়াতাড়ি সকলের হাতে ভ্যাকসিন (COVID Vaccine) তুলে দিতে বিদেশি সংস্থার দ্বারস্থ হয়েছিল পঞ্জাব। একাধিক বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করার পর উত্তর এসেছে স্রেফ মডার্নার কাছ থেকে। আর উত্তরে মডার্না জানিয়েছে, তারা শুধুমাত্র কেন্দ্র সরকারের সঙ্গেই চুক্তি করবে। উত্তর আসেনি রাশিয়া, ফাইজ়ার কিংবা জনসন অ্যান্ড জনসনের কাছ থেকে।

দেশে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য টিকার পথ প্রশস্ত করার সময়ই কেন্দ্র জানিয়েছিল নির্মাতা সংস্থার কাছে সরাসরি টিকা কিনতে পারবে রাজ্যগুলি। কিন্তু দেশে ভ্যাকসিন সঙ্কট। পর্যাপ্ত ভ্যাকসিন জোগাতে পারছে না সেরাম ও ভারত বায়োটেক। তাই বিদেশ থেকে টিকা আনার পথে হেঁটেছিল পঞ্জাব। তবে সে পথেও লাভ হল না।

ভ্যাকসিন সঙ্কটের জেরে আপাতত নতুন টিকাকরণ বন্ধ রেখেছে পঞ্জাব। টিকা পাচ্ছেন স্রেফ দ্বিতীয় ডোজ় প্রাপকরা। অমরিন্দর সিংয়ের রাজ্য এ পর্যন্ত টিকা পেয়েছেন ৩৯ লক্ষ মানুষ। সে রাজ্যে টিকাকরণের নোডাল অফিসার জানিয়েছেন, রাজ্যের ভ্যাকসিন সঙ্কট মেটানোর জন্য যা যা করণীয় সব করা হচ্ছে। তবে মডার্নার রাজ্য সরকারকে সহযোগিতা না করাকে মোটেই ছোট বিষয় বলে দেখছেন না বিশেষজ্ঞরা। দেশে অনুমোদন পায়নি মডার্না। এই পরিস্থিতিতে একটি রাজ্য মডার্নার দ্বারস্থ হয়েও টিকা পেল না। তাহলে কি অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই বিষয় দেখা যাবে, না কি দেশে অনুমোদিত টিকা রাজ্য সরকার বিদেশি সংস্থার কাছ থেকেও আনতে পারবে, এ নিয়ে ধোঁয়াশা তৈরি হল।

আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বৈঠক শেষ, কোন সিদ্ধান্তে সিলমোহর?

Next Article