নয়া দিল্লি : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সোমবার ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়াকে নিয়ে দুই দেশের মধ্যে মতান্তর প্রকাশ্যে এসেছিল। এই আবহে কোয়াডভুক্ত দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। তাঁদের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিই। প্রধানমন্ত্রী এদিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেনে ভারতের তরফে মানবিক সাহায্য় পাঠানোর কথাও বলেন নমো।
ভার্চুয়াল বৈঠকে বাইডেনকে এদিন মোদী বলেছেন, “ইউক্রেনের পরিস্থিতি উদ্বেগজনক। আমরা ২০,০০০ এরও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সফল হয়েছি। আমি ইউক্রেন এবং রাশিয়া উভয়ের রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে কথা বলেছি বেশ কয়েকবার। আমি শুধু তাঁদের কাছে শান্তির আবেদনই করিনি বরং প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা করার পরামর্শও দিয়েছি। আমাদের সংসদেও ইউক্রেন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, “আলোচনার মাধ্য়মেই শান্তি স্থাপন সম্ভব। আমরা ইউক্রেনে মানবিক সাহায্যও পাঠিয়েছি।”
এদিন ইউক্রেনে বুচা গণহত্যার তীব্র নিন্দা করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “বুচা শহরে নিরীহ নাগরিকদের হত্যার সাম্প্রতিক খবর খুবই উদ্বেগজনক। আমরা অবিলম্বে এর নিন্দা জানাই এবং নিরপেক্ষ তদন্তও দাবি করি। আমরা আশা করি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তির পথ বের হবে।” এই ভার্চুয়াল বৈঠকে বাইডেন বলেছেন, “আমরা একটি শক্তিশালী এবং ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্ব শেয়ার করছি। আমাদের অংশীদারিত্বের অধিকাংশই আমাদের জনগণ এবং আমাদের ভাগ করা মূল্যবোধের মধ্যে গভীর সংযোগ। আমি ইউক্রেনের জনগণের জন্য ভারতের মানবিক সহায়তাকে স্বাগত জানাতে চাই।”
আরও পড়ুন : Women Brutally Assaulted : ধর্ষণ করেও দেয়নি রেহাই, গোপনাঙ্গে রড ঢুকিয়ে, মাথা থেতলে খুন ভারসাম্যহীন মহিলাকে