Lulu Group: ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চ আলো করলেন মোদী, আবু ধাবিতে বসে মন দিয়ে ভাষণ শুনলেন লুলু গ্রুপের মালিক
Lulu Group: ইউসুফ আলী মুসলিম ভিতিল আব্দুল কাদের ইউসুফ আসলে একজন ভারতীয় ব্যবসায়ী। দেশের ধনকুবেরদের তালিকাতেও নাম রয়েছে তাঁর। তিনিই বর্তমানে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান।

নয়া দিল্লি: TV9-এর ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ শীর্ষক শীর্ষ সম্মেলন এবারই পা দিয়েছিল তৃতীয় বছরে। দিল্লির ‘ভারত মণ্ডপমে’ বসেছিল একেবারে চাঁদের হাট। TV9 নেটওয়ার্কের এই মেগা প্লাটফর্মে রাজনীতি ছাড়াও ব্যবসা, বিনোদন, স্বাস্থ্য, সংস্কৃতি এবং খেলাধূলা-সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদে আলোচনা হয়। এবারের অনুষ্ঠানে শুরু থেকেই একেবার আলো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিয়েছিলেন অন্যান্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। মোদীর ভাষণ শোনা হল বিদেশের মাটিতে বসেও। আবু ধাবিতে বিশেষ আয়োজন করেছিল লুলু গ্রুপ। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে দেখা গেল লুলু গ্রুপের চেয়ারম্যান ইউসুফ আলিকে।
প্রসঙ্গত, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ এবং খুচরা খাতে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের বড় বিনিয়োগ রয়েছে। ২০১৯ সালে ৫ হাজার কোটির বিনিয়োগে রাজি হয়েছিলেন ইউসুফ। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ পর্বে তিনি ভারতের বিভিন্ন শহরে লুলু মল খোলার বিষয়ে কথাও বলেছিলেন। ২০২২ সালে লখনউতে লুলু মলের উদ্বোধনও হয়। সেই শুরু। পরবর্তীতে কোচি, তিরুবনন্তপুরম, কেরলের ত্রিশুর এবং অন্ধ্র প্রদেশের হায়দরাবাদেও রয়েছে লুলু মল। আগামীতে ভারতের আরও একাধিক শহরে শপিং মল খোলার চিন্তাভাবনা রয়েছে এই বহুজাতিক সংস্থার।
ইউসুফ আলী মুসলিম ভিতিল আব্দুল কাদের ইউসুফ আসলে একজন ভারতীয় ব্যবসায়ী। দেশের ধনকুবেরদের তালিকাতেও নাম রয়েছে তাঁর। তিনিই বর্তমানে লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। বিশ্বব্যাপী লুলু হাইপারমার্কেট চেইন এবং লুলু ইন্টারন্যাশনাল শপিং মলেরও মালিক তিনি। তাঁর ব্যবসা বর্তমানে বিশ্বের ২২টি দেশে ডানা মেলেছে। বিদেশের মাটিতে অসংখ্য প্রবাসী ভারতীয়ও তাঁর সংস্থায় কাজ করেন। ফোর্বস মিডল ইস্টের মতে, ২০১৮ সালে আরব বিশ্বের শীর্ষ ১০০ ভারতীয় ব্যবসায়ীর মধ্যে ইউসুফ আলি এক্কেবারে ১ নম্বরে ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে ফোর্বস ধনকুবেরদের একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা বলছে, ইউসুফের হাতে রয়েছে মোট ৬.৯ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ। ফোর্বসের ওই তালিকা অনুযায়ী তিনি তিনি ২৭তম ধনী ভারতীয়। সেই ইউসুফই TV9 নেটওয়ার্কের এই মেগা অনুষ্ঠানে মোদীর ভাষণ পুরোটাই শুনলেন আবু ধাবিতে বসে।





