Mohan Bhagwat: RSS-এ মুসলিমরাও যোগ দিতে পারবেন? ভগবত বললেন, ‘নিজেদের বিচ্ছিন্নতাবাদী…’
Mohan Bhagwat on Muslim Inclusion: সঙ্ঘে না ঢুকতে পারবে মুসলিম, না ঢুকতে পারবে কোনও খ্রিস্টান। জায়গা নেই কোনও ব্রাহ্মণ এবং অন্য কোনও জাতি বা বর্ণের মানুষেরও। মোহন ভগবতের কথায়, 'সঙ্ঘে শুধু হিন্দুদের প্রবেশের অনুমতি রয়েছে। যাঁরা অন্য কোনও ধর্ম, জাত বা বর্ণের মানুষ। যেমন মুসলিম, খ্রিস্টান, তাঁরা নিজেদের বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে সরিয়ে রেখে সঙ্ঘে আসতে পারেন।'

বেঙ্গালুরু: সঙ্ঘ পরিবারে কি মুসলিমদের প্রবেশ রয়েছে? বেঙ্গালুরুতে আয়োজিত দু’দিনব্যাপী একটি অনুষ্ঠানে ঠিক এই প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছিল সরসঙ্ঘচালক মোহন ভগবতকে। পাশাপাশি, দেশের সংখ্যালঘুদের প্রসঙ্গে সঙ্ঘের কি ভাবনা সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল তাঁকে। আরএসএস-এর শতবর্ষ উদযাপনে কর্নাটকে আয়োজিত হয়েছিল এই সভা। রবিবার সেখানে যোগ দিয়ে মানুষের মনে তৈরি হওয়া প্রশ্নগুলির উত্তর দিয়েছেন মোহন ভগবত।
কী বললেন সরসঙ্ঘচালক?
সঙ্ঘে না ঢুকতে পারবে মুসলিম, না ঢুকতে পারবে কোনও খ্রিস্টান। জায়গা নেই কোনও ব্রাহ্মণ এবং অন্য কোনও জাতি বা বর্ণের মানুষেরও। মোহন ভগবতের কথায়, ‘সঙ্ঘে শুধু হিন্দুদের প্রবেশের অনুমতি রয়েছে। যাঁরা অন্য কোনও ধর্ম, জাত বা বর্ণের মানুষ। যেমন মুসলিম, খ্রিস্টান, তাঁরা নিজেদের বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে সরিয়ে রেখে সঙ্ঘে আসতে পারেন।’
#WATCH | Bengaluru | On being asked are Muslims allowed in RSS?, RSS Chief Mohan Bhagwat says, “No Brahmin is allowed in Sangha. No other caste is allowed in Sangha. No Muslim is allowed, no Christian is allowed in the Sangha… Only Hindus are allowed. So people with different… https://t.co/CbBHvT9H7n pic.twitter.com/WJNjYWPMSq
— ANI (@ANI) November 9, 2025
কেউ যখন সঙ্ঘে অংশগ্রহণ করছেন তখন তিনি কোনও বিশেষ ধর্ম, জাতি বা বর্ণের থাকছেন না। ভগবতের কথায়, ‘ভারতমাতার পুত্র এবং হিন্দু সমাজের সদস্য হিসাবে যে কেউ সঙ্ঘে আসতে পারেন। মুসলিম, খ্রিস্টান ও হিন্দু ধর্মের অন্য় জাতের মানুষরাও সঙ্ঘে আসতে পারেন। আমরা তাঁদের কোনও ভাবে ধরিও না এবং তাঁদের প্রশ্নও করি না যে তাঁরা কারা? আমি জানি, আমরা সবাই ভারতমাতার পুত্র। এটা আমাদের সঙ্ঘের নীতি।’
মুসলিমদের প্রসঙ্গে ভগবতের এমন মন্তব্য প্রথম নয়। এর আগেও বহুবার ভারতীয় মুসলিমদের ‘অস্তিত্বকে’ কার্যত অস্বীকার করেছিলেন তিনি। ভগবতের চোখে এই দেশে কোনও অহিন্দু বা মুসলিম, খ্রিস্টান নেই। সবাই হিন্দু। সবার পূর্বপুরুষ হিন্দু। সরসঙ্ঘচালকের কথায়, ‘দেশের সমস্ত মুসলিম এবং খ্রিস্টান ধর্মের মানুষদের একই পূর্বপুরুষ। আজ তাঁরা হয়তো এই সম্পর্কে অবগত নন বা তাঁদের এটি ভুলে যেতে বাধ্য করা হয়েছে।’
