Cyber Crime: ইউটিউবে লাইক করেই পকেট ফাঁকা, ৭০০ কোটিরও বেশি খোয়ালেন ১৫ হাজারের বেশি ভারতীয়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 27, 2023 | 10:55 PM

Cyber Crime: কখনও ইউটিউবে ভিডিয়ো লাইক, বা গুগলে রিভিউ রাইটিং, অভিনব সব টোপ দেখিয়ে শিকার তুলে আনছে তারা। ইতিমধ্যেই সাইবার জালিয়াতির একটি বড় মাপের আন্তর্জাতিক চক্রের খোঁজ পেয়েছে হায়দরাবাদ পুলিশ।

Cyber Crime: ইউটিউবে লাইক করেই পকেট ফাঁকা, ৭০০ কোটিরও বেশি খোয়ালেন ১৫ হাজারের বেশি ভারতীয়
গ্রেফতার ৯
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হায়দরাবাদ: ‘হেরাফেরি’ সিনেমায় রাজুর খপ্পরে পড়ে বিশ লাখ টাকা খুইয়েছিলেন পাপ্পু। সাত-পাঁচ চিন্তা না করেই পা দিয়েছিলেন রাজু ফাঁদে। বাস্তাবে রাজুর মতোই হাল হয়েছে হাজার হাজার সাধারণ মানুষের। আন্তর্জাতিক প্রতারণা চক্রের ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন এ দেশের মানুষ। যাঁদের মধ্যে আবার বেশ কয়েকজন ইঞ্জিনিয়রও রয়েছেন বলে খবর। চাকরির নামে চলছে অভিনব প্রতারণা। গুগল, ইউটিউবে ‘রিভিউ’ টোপ। আজকাল কথায় কথায় গুগল, ইউটিউব সার্চ করা আমাদের বড় অভ্যাস। কিছু কিনতে হলে, কোথাও গেলে, অর্থাৎ সেই জিনিস কিনে, ব্যাবহার করে বা গেলে তা কেমন লাগছে তার রিভিউও দেওয়া যায়। অনেকে আবার রিভিউ ভিডিয়োও তৈরি করেন। কোনও জিনিস কেনা, বা কোথাও যাওয়ার আগে সেই রিভিউ আমরা অনেকেই দেখি। আর এই জায়গাতেই লোক ঠকানোর বড়সড় কারবার চলছে দেশের বুকে। প্রতারণার জাল বিছিয়ে ফেলেছে দেশ-বিদেশের প্রতারকরা। 

কখনও ইউটিউবে ভিডিয়ো লাইক, বা গুগলে রিভিউ রাইটিং, অভিনব সব টোপ দেখিয়ে শিকার তুলে আনছে তারা। ইতিমধ্যেই সাইবার জালিয়াতির একটি বড় মাপের আন্তর্জাতিক চক্রের খোঁজ পেয়েছে হায়দরাবাদ পুলিশ। হায়দরাবাদের  পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, গত এক বছর ধরে গুগল এবং ইউটিউবকে হাতিয়ার করে প্রায় ৭১২ কোটি টাকার প্রতারণা হয়েছে। হাতিয়ে নিয়েছে অনলাইন প্রতারকরা। এখনও পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে। 

কিন্তু, দেশে এই ধরনের এত বড় মাপের সাইবার প্রতারণা চক্র কার্যত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, গত এপ্রিল মাসে হায়দরাবাদের এক যুবকের কাছ থেকে একটি অভিযোগ পায় সেখানকার সাইবার ক্রাইম শাখার পুলিশ। যুবকের অভিযোগ, একটি অনলাইন পার্ট টাইম কাজের আবেদন করতে গিয়ে তাঁর ২৮ লক্ষ টাকা খোয়া গিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে আংশিক সময় কাজের টোপ দিয়ে প্রথমে জাল পাতে প্রতারকরা। পরে একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করলে মোটা টাকা ফেরতের আশ্বাস দেওয়া হয়। গোড়ায় টাকা দেওয়ার পরে দ্বিগুণ টাকা ফেরত দিয়ে প্রথমে বিশ্বাস অর্জন করত প্রতারকরা। তারপর আরও বেশি বিনিয়োগ করিয়ে লোপাট হয়ে যেত লক্ষ লক্ষ টাকা। মাস দুয়েক তদন্ত চলার পর পুলিশ জানতে পারে ৫২৮ কোটির প্রতারণা হয়েছে ভারতের বুকে। পরে তদন্তকারীরা বুঝতে পারেন অঙ্কটা ৭০০ কোটি পেরিয়ে গিয়েছে। তদন্তকারীদের অনুমান, এই চক্রের ফাঁদে পা দিয়ে গড়ে ৬ লক্ষ টাকা হারিয়েছেন ১৫ হাজার ভারতীয়। 

Next Article