উত্তর প্রদেশ: গত রবিবার, উত্তর প্রদেশে লখিমপুরে (Lakhimpur Khera) ঘটা মর্মান্তিক ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। মৃত কৃষকদের পরিবার সহ বিজেপি বিরোধী দল গুলি এই ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Minister Ajay Mishra) ছেলেকেই দায়ী করেছিল। আটজনকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মন্ত্রী পুত্র আশিষ (Ashis Mishra) এবার পুলিশি তলব এড়িয়ে গেলেন। আজ সকালে উত্তর প্রদেশ পুলিশের এক সিনিয়র আধিকারিক দীর্ঘ সময় ধরে আশিষকে জেরা করার জন্য অপেক্ষা করলেও শেষমেশ তিনি পুলিশি জেরা মুখোমুখি হননি।
আন্দোলনরত কৃষক, নিহতদের পরিবার ও বিরোধী দল গুলি বেশ কয়েকদিন ধরেই অভিযুক্ত আশিষের গ্রেফতার নিয়ে সরব হয়ে আসছিল। কিন্তু এই প্রথমবার মন্ত্রী পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, তিনি অনুপস্থিত থাকায় উত্তর প্রদেশের রাজনৈতিক মহলে নানা জল্পনা দানা বেঁধেছে।
অভিযুক্ত আশিষ মিশ্রকে আজ সকাল ১০ টার সময় তদন্তকারী আধিকারিকদের সামনে উপস্থিত হতে বলা হয়েছিল, কিন্তু পুলিশ সূত্রে খবর তদন্তকারী দলের প্রধান উপেন্দ্র অগরওয়াল (Upendra Agarwal) দীর্ঘ সময় ধরে তাঁর জন্য অপেক্ষা করলেও কোনও দেখা পাওয়া যায়নি। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। লখিমপুর খেরির ঘটনা ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। ধৃত দু’জনের নাম লব কুশ এবং আশিষ পান্ডে। পুলিশ সূত্রে খবর যে এসইউভি গাড়িটি (SUV Car) এক সাংবাদিক ও একজন কৃষকে পিষে দিয়ে গিয়েছিল, ধৃত দুই ব্যক্তি ওই গাড়িতেই ছিলেন। ওই দুই ব্যক্তি কাছ থেকে দুই রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।
রবিবারে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে ( Deputy Chief Minister Keshav Prasad Maurya) কেন্দ্র করে বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল কৃষক। সেই সময় আন্দোলনরত কৃষকদের ওপর দুটি এসইউভি গাড়ি চলে যায়। এই ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৪ জন কৃষক ছিলেন।লখিমপুর খেরির ঘটনায় মৃতদের পরিবারকে ৪৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করে সরকার।
প্রসঙ্গত বলে রাখা ভালো উত্তর প্রদেশের এই হিংসার ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট। তার ঠিক পরেই সরকারের পক্ষ থেকে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে সরকার।
আরও পড়ুন Jhargram Mini Zoo: তুমি যে এখানে কে তা জানত! খোঁজ মিলল ‘পলাতক’ চিতাবাঘের