বেঙ্গালুরু: তাসের ঘরে দমকা হাওয়া লাগলেই কীভাবে পাতাগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেখেছেন নিশ্চয়ই। এ বার বাস্তব জীবনেও তাসের ঘরের মতোই আস্ত তিনতলা বাড়িকে ভেঙে গুড়িয়ে যেতে (Building Collapsed) দেখল সাধারণ মানুষ। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (Viral Video)। এভাবে আস্ত একটি বাড়ি ভেঙে পড়তে দেখে আতঙ্কিতও হয়ে পড়েছেন অনেকে।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু(Bengaluru)-র কস্তুরী নগরে। বৃহস্পতিবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে ওই তিনতলা বাড়িটি। ঘটনায় হতাহতের কোনও খবর না মিললেও বিগত ১৫ দিনে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ি ভেঙে পড়ার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিনতলা বাড়িটিতে মোট আটটি ফ্ল্যাট রয়েছে। এরমধ্যে তিনটি ফ্ল্যাটে বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার সকালেই পথচলতি মানুষ লক্ষ্য করেন বাড়িটি সামান্য বেঁকে রয়েছে। এরপরই বাড়ির বাসিন্দাদের সতর্ক করা হয় এবং তারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। বেলা কিছুটা গড়াতেই আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে বাড়িটি। ভাইরাল হওয়া ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, বাড়িটি ভেঙে পড়তে দেখেই স্থানীয় বাসিন্দারা ভয়ে যে যেদিকে পারেন, ছুটে পালিয়ে যান।
এরপরই পুর প্রশাসন ও দমকল বিভাগের আধিকারিকদের খবর দেওয়া হয়। তারাও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির খতিয়ান নিতে শুরু করেন। আধিকারিকরা জানিয়েছেন, বাড়িটির ভিত নড়বড়ে হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।