মুম্বই: মাঞ্জা সুতো যত ভাল হবে, ততই ভালভাবে ঘুড়ি উড়বে, অন্য ঘুড়ি কাটা সহজ হবে। কিন্তু, অসাবধানতাবশত ধারাল মাঞ্জা লেগে একাধিক দুর্ঘটনাও ঘটে। যা ঠেকাতে অনেক জায়গায় পুলিশি নজরদারি, পুলিশের কড়াকড়িও দেখা যায়। কিন্তু, এবার এই মাঞ্জার কোপে পড়ে মর্মান্তিক পরিণতি হল এক পুলিশকর্মীর। ডিউটি শেষ করে আর বাড়ি ফেরা হল না। রাস্তাতেই তাঁর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
পুলিশ জানায়, মৃত পুলিশকর্মীর নাম সমীর সুরেশ যাদব। গোরেগাঁওয়ে দীনদোশি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। ডিউটি শেষ করে মোটরবাইকে বাড়ি ফেরার পথে ধারাল মাঞ্জায় তাঁর গলা কেটে যায় এবং মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ওরলির বাসিন্দা সুরেশ যাদব রবিবার দুপুরে ডিউটি শেষ করে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। ভাকোলা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আচমরা একটি ধারাল মাঞ্জা তাঁর গলায় এসে লাগে এবং গলা থেকে রক্ত ঝরতে শুরু করে। রক্তাক্ত সুরেশ যাদব মাঞ্জাটি সরাতে গেলে মোটরবাইক নিয়ে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন তিনি।
সুরেশ যাদবের পাশ দিয়ে যাওয়া অন্যান্য মোটরবাইক আরোহীরাই ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়েই স্থানীয় খেরওয়াদি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত সুরেশ যাদবকে উদ্ধার করে সিওন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক সুরেশ যাদবকে মৃত বলে ঘোষণা করেন।
Mumbai, Maharashtra | Police constable Sameer Suresh Jadhav who was going home after duty, on his bike, died after his throat got slit by a kite string. Kherwadi Police registered the case and started further investigation: Mumbai Police pic.twitter.com/dijic9Mvuc
— ANI (@ANI) December 24, 2023
মাঞ্জার কোপে পড়ে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করে দীনদোশি থানার পুলিশ আধিকারিক জানান, সুরেশ যাদবের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তাঁকে শনাক্ত করা হয়েছে। তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।