পটনা: খুনে অভিযুক্ত আসামীকে পুলিশের সামনেই গুলি করে মারল দুই দুষ্কৃতী। আদালত চত্বরেই ওই বিচারাধীন বন্দিকে গুলি করে খুন করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পটনার দানাপুর আদালতে। এই ঘটনার পর গুলিচালনায় অভিযুক্ত দুই দু্ষ্কতীকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এই খুন তারা করল তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পটনার ওই আদালত চত্বরে।
গুলিতে মৃত বিচারাধীন বন্দির নাম অভিষেক কুমার। সিকন্দরপুরের বাসিন্দা অভিষেক ‘ছোটে সরকার’ নামেও কুখ্যাত। খুন-সহ একাধিক মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে রাখা হয়েছিল বেউর জেলে। তাঁর বিরুদ্ধে চলা মামলার শুনানির জন্য ‘ছোটে সরকার’কে আনা হয়েছিল আদালতে। সেখানেই তাঁর উপর চড়াও হয় দু্ষ্কৃতীরা।
এই ঘটনা নিয়ে পটনা পশ্চিমের পুলিশ সুপার রাজেশ কুমার বলেছেন, “বিচারাধীন বন্দিকে দানাপুর আদালতে নিয়ে যাওয়ার পর তাঁর উপর হামলা চালানো হয়। হামলাকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই হামলার কারণ জানার চেষ্টা চলছে।” গুলি চালনার পর সেখানে উপস্থিত পুলিশকর্মীরাই ধরে ফেলেন হামলাকারীদের। ঘটনাস্থল থেকে গুলির চারটি খোল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, হামলাকারীরা মুজফ্ফরপুরের বাসিন্দা।
#WATCH | Assailants shot dead an undertrial prisoner brought by police to Patna’s Danapur court today. Two accused arrested pic.twitter.com/WLoMVmSqJh
— ANI (@ANI) December 15, 2023
প্রসঙ্গত, ২০১৯ সালে এই দানাপুর আদালতেই এক পুলিশ অফিসারকে গুলি করে খুন করা হয়েছিল। এ বছর উত্তর প্রদেশের কুখ্যাত দুষ্কৃতী এবং বিধায়ক আতিক আহমেদকেও খুন করা হয়েছিল আদালতে নিয়ে যাওয়ার সময়। পুলিশের সামনেই আতিককে গুলি করে খুন করা হয়েছিল।