My Home Group: তেলাঙ্গানা রিয়েল এস্টেট সেক্টরে অসামান্য অবদানের জন্য সম্মানিত মাই হোম গ্রুপের চেয়ারম্যান ডঃ রামেশ্বর রাও

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 24, 2021 | 10:12 PM

Megha Engineering: এই সম্মানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডঃ রামেশ্বর রাও। বিশেষ করে যারা তাঁর এই দীর্ঘ যাত্রায় তাঁর পাশে ছিলেন। তিনি বলেন, হায়দরাবাদের ফ্ল্যাটের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর প্রয়াস চালাতে নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন তিনি।

Follow Us

হায়দরাবাদ : My Home গ্রুপের চেয়ারম্যান ডঃ জুপালি রামেশ্বর রাও (Dr. Jupali Rameswar Rao) তেলাঙ্গানার রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হয়েছেন। তেলেঙ্গানা কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (CREDAI) এর তরফে এই সম্মানটি তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন নিজের হাতে তুলে দেন তাঁর হাতে। তেলাঙ্গানার রাজ্যপাল হায়দরাবাদে প্রথম রাজ্য কনক্লেভের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

ক্রেতাদের আস্থার জায়গা My Home

এই সম্মানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডঃ রামেশ্বর রাও। বিশেষ করে যারা তাঁর এই দীর্ঘ যাত্রায় তাঁর পাশে ছিলেন। তিনি বলেন, হায়দরাবাদের ফ্ল্যাটের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর প্রয়াস চালাতে নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন তিনি। বাড়ির ক্রেতাদের আস্থা অর্জনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ডঃ রাও, রিয়েল এস্টেট সেক্টরকে অবৈধ কাঠামো এবং অসাধু নির্মাতাদের থেকে মুক্ত রাখার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন।

তাঁর কথায়, “My Home গ্রুপ আগামী বছর নির্মাণ খাতে একটি প্রধান ভূমিকা পালন করতে যাচ্ছে। হায়দরাবাদে উঁচু উঁচু অ্যাপার্টমেন্টগুলির ভাল চাহিদা রয়েছে, তবে কোনও পরিস্থিতিতেই অবৈধ কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত নয়৷ রিয়েল এস্টেট সেক্টর কোম্পানিগুলিকে প্রয়োজন গ্রাহকদের বিশ্বাস বজায় রাখুন।”

ডক্টর রাও ভগবদ চিন্না জেয়ার স্বামীর নির্দেশনায় এবং আশীর্বাদে স্ট্যাচু অফ ইকুয়ালিটি প্রকল্প সম্পর্কেও সকলকে জানান।
তিনি বলেন, মূর্তিটি ১১ শতকের বৈষ্ণব সাধক ভগবদ রামানুজকে উৎসর্গ করা স্মৃতিস্তম্ভটি – ২০২২ সালের ফেব্রুয়ারিতে উন্মোচন করা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্বোধন করবেন৷

সাশ্রয়ী মূল্যে বিলাসবহুল বাড়ি

উল্লেখ্য, ১৯৮৬ সালে ডক্টর রাও My Home কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিলেন। তাঁর প্রতিশ্রুতি ছিল, ‘মেক লিভিং বেটার’। অর্থাৎ, সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই প্রতিশ্রুতি মতো, My Home গ্রুপ গত ৩৫ বছরে ১০ হাজারেরও বেশি পরিবারকে পর্যাপ্ত মানসম্পন্ন বাড়ি দিয়েছে।

My Home গ্রুপের প্রতিষ্ঠাতা যে দিশা দেখিয়েছেন, তা সংস্থাটিকে একটি শক্তিশালী সিস্টেমে পরিণত করেছে। আজকের দিনে, ভরসাযোগ্য এবং মানসম্পন্ন নির্মাণ মানেই My Home। নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান এবং সময় মতো কাজের সুবাদে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এই সংস্থা। গ্রুপটি বিলাসবহুল এবং পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে আসছে।

গত মাসে, দিল্লিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় খনিজ ও সম্পদ কনক্লেভ চলাকালীন, খনি এবং খনিজ ক্ষেত্রে অসামান্য কাজ করা সংস্থাগুলিকে ফাইভ স্টার রেটিংয়ে সম্মানিত করা হয়েছিল। My Home প্রোমোটার রঞ্জিত রাও কেন্দ্রীয় খনি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রহ্লাদ জোশীর কাছ থেকে সেই পুরস্কার গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন : My Home রিয়েল এস্টেটকে অসাধারণ কাজের জন্য সম্মানিত করল ভারত সরকার

দেখুন ভিডিয়ো: 

হায়দরাবাদ : My Home গ্রুপের চেয়ারম্যান ডঃ জুপালি রামেশ্বর রাও (Dr. Jupali Rameswar Rao) তেলাঙ্গানার রিয়েল এস্টেট সেক্টরের উন্নয়নে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হয়েছেন। তেলেঙ্গানা কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (CREDAI) এর তরফে এই সম্মানটি তেলাঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন নিজের হাতে তুলে দেন তাঁর হাতে। তেলাঙ্গানার রাজ্যপাল হায়দরাবাদে প্রথম রাজ্য কনক্লেভের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

ক্রেতাদের আস্থার জায়গা My Home

এই সম্মানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ডঃ রামেশ্বর রাও। বিশেষ করে যারা তাঁর এই দীর্ঘ যাত্রায় তাঁর পাশে ছিলেন। তিনি বলেন, হায়দরাবাদের ফ্ল্যাটের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর প্রয়াস চালাতে নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন তিনি। বাড়ির ক্রেতাদের আস্থা অর্জনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। ডঃ রাও, রিয়েল এস্টেট সেক্টরকে অবৈধ কাঠামো এবং অসাধু নির্মাতাদের থেকে মুক্ত রাখার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন।

তাঁর কথায়, “My Home গ্রুপ আগামী বছর নির্মাণ খাতে একটি প্রধান ভূমিকা পালন করতে যাচ্ছে। হায়দরাবাদে উঁচু উঁচু অ্যাপার্টমেন্টগুলির ভাল চাহিদা রয়েছে, তবে কোনও পরিস্থিতিতেই অবৈধ কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত নয়৷ রিয়েল এস্টেট সেক্টর কোম্পানিগুলিকে প্রয়োজন গ্রাহকদের বিশ্বাস বজায় রাখুন।”

ডক্টর রাও ভগবদ চিন্না জেয়ার স্বামীর নির্দেশনায় এবং আশীর্বাদে স্ট্যাচু অফ ইকুয়ালিটি প্রকল্প সম্পর্কেও সকলকে জানান।
তিনি বলেন, মূর্তিটি ১১ শতকের বৈষ্ণব সাধক ভগবদ রামানুজকে উৎসর্গ করা স্মৃতিস্তম্ভটি – ২০২২ সালের ফেব্রুয়ারিতে উন্মোচন করা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্বোধন করবেন৷

সাশ্রয়ী মূল্যে বিলাসবহুল বাড়ি

উল্লেখ্য, ১৯৮৬ সালে ডক্টর রাও My Home কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিলেন। তাঁর প্রতিশ্রুতি ছিল, ‘মেক লিভিং বেটার’। অর্থাৎ, সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই প্রতিশ্রুতি মতো, My Home গ্রুপ গত ৩৫ বছরে ১০ হাজারেরও বেশি পরিবারকে পর্যাপ্ত মানসম্পন্ন বাড়ি দিয়েছে।

My Home গ্রুপের প্রতিষ্ঠাতা যে দিশা দেখিয়েছেন, তা সংস্থাটিকে একটি শক্তিশালী সিস্টেমে পরিণত করেছে। আজকের দিনে, ভরসাযোগ্য এবং মানসম্পন্ন নির্মাণ মানেই My Home। নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান এবং সময় মতো কাজের সুবাদে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এই সংস্থা। গ্রুপটি বিলাসবহুল এবং পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে আসছে।

গত মাসে, দিল্লিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় খনিজ ও সম্পদ কনক্লেভ চলাকালীন, খনি এবং খনিজ ক্ষেত্রে অসামান্য কাজ করা সংস্থাগুলিকে ফাইভ স্টার রেটিংয়ে সম্মানিত করা হয়েছিল। My Home প্রোমোটার রঞ্জিত রাও কেন্দ্রীয় খনি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রহ্লাদ জোশীর কাছ থেকে সেই পুরস্কার গ্রহণ করেছিলেন।

আরও পড়ুন : My Home রিয়েল এস্টেটকে অসাধারণ কাজের জন্য সম্মানিত করল ভারত সরকার

দেখুন ভিডিয়ো: 

Next Article