Ajay Mishra: লখিমপুরের ঘটনা নিয়ে মোটা টাকা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি ফোন, গ্রেফতার ৫

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 24, 2021 | 6:22 PM

Lakhimpur Kheri: অজয় মিশ্রকে লখিমপুর খেরির ঘটনার কিছু ভিডিয়ো দেখিয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Ajay Mishra: লখিমপুরের ঘটনা নিয়ে মোটা টাকা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি ফোন, গ্রেফতার ৫
অজয় মিশ্রকে হুমকি ফোন (ফাইল ছবি)

Follow Us

লখনউ: স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনিকে হুমকি দেওয়ার অভিযোগ। উত্তর প্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় গ্রেফতার হয়েছে মন্ত্রীপুত্র আশিস মিশ্র। অজয় মিশ্রকেও মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। আর ঠিক এই সুযোগে, অজয় মিশ্রকে লখিমপুর খেরির ঘটনার কিছু ভিডিয়ো দেখিয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনায় ইতিমধ্যেই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন্দ্রীয় মন্ত্রীকে হুমকি ফোন

ধৃতরা প্রত্যেকেই বিপিও-র কর্মী। অভিযোগ, অজয় মিশ্রের কাছ থেকে কোটি কোটি টাকা হাতানোর ফন্দি করেছিল ওই ধৃত পাঁচ বিপিও কর্মী। সূত্রের খবর, ধৃত ব্যক্তিরা উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনার সঙ্গে জড়িত ভিডিও এবং অন্যান্য প্রমাণ রয়েছে বলে হুমকি দিচ্ছিল।

পুলিশ জানিয়েছে, অজয় মিশ্র ১৭ ডিসেম্বর (গত শুক্রবার) ওই টাকা চেয়ে হুমকি ফোনের অভিযোগ করেছিলেন। তারপরেই দিল্লিতে তাঁর বাড়ির উপর নজরদারি বাড়ানো হয়েছিল। সেই ফাঁদেই পা দেয় পাঁচ বিপিও কর্মী। ধৃতদের মধ্যে চারজনকে নয়ডা থেকে এবং একজনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা মন্ত্রীর কর্মীদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি যে তাঁর কাছে টাকা চেয়ে হুমকি ফোন করা হচ্ছে। নয়া দিল্লিতে একটি এফআইআরও দায়ের করা হয়েছিল।”

কী অভিযোগ মন্ত্রীপুত্রের বিরুদ্ধে

আশিস মিশ্র এবং অন্যদের বিরুদ্ধে আগে থেকেই হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ ছিল। উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্তে নেমে জানিয়েছে, লখিমপুর খেরির ঘটনায় কৃষকদের মৃত্যু কোনও গাফিলতির কারণে হয়নি। খুনের উদ্দেশ্যে এক পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। আশিস মিশ্র এবং অন্য অভিযুক্তদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগগুলি সংশোধন করা উচিত বলেও বিচারককে লিখেছেন মামলার তদন্তকারী পুলিশ আধিকারিকরা। তদন্তকারী দলের বক্তব্য, খুনের চেষ্টার অভিযোগ এবং স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ যুক্ত করা উচিত।

কী হয়েছিল লখিমপুরে

গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য্যের। মন্ত্রীদের আসার পথেই বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। আচমকাই কনভয় থেকে একটি কালো রঙের এসইউভি গাড়ি কৃষকদের ধাক্কা মারে। এরপরই সংঘর্ষ শুরু হয়। ঘটনায় ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, ওই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্র। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি।

এই ঘটনার কড়া সমালোচনা করেছিল সুপ্রিম কোর্টও। সুপ্রিম কোর্ট বলেছিল, “এই ধরনের ঘটনার দায় কেউই নিতে চায় না।” বিচারপতি খানউইলরের মন্তব্য, “এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কেউ দায় নিতে চায় না। সম্পত্তির ক্ষতি হয়, মানুষজন আহত হন, কিন্তু কেউই দায় নেয় না।”

আরও পড়ুন : Mukul Roy: কোনওদিন তৃণমূলে যোগই দেননি! মুকুল রায়ের দলত্যাগ অভিযোগের শুনানিতে সওয়াল আইনজীবীর

Next Article