AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tejashwi Yadav: SIR-র খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ল খোদ বিরোধী দলনেতার, তেজস্বী বললেন, ‘ভোটে লড়ব কীভাবে?’

Tejashwi Yadav: বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য জুন মাস থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে।

Tejashwi Yadav: SIR-র খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ল খোদ বিরোধী দলনেতার, তেজস্বী বললেন, 'ভোটে লড়ব কীভাবে?'
সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব
| Updated on: Aug 02, 2025 | 2:22 PM
Share

পটনা: বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। তার মধ্যে তিনিও রয়েছেন। শনিবার সাংবাদিক বৈঠক করে বললেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। একইসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, “এখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কীভাবে?” তেজস্বী সাংবাদিক বৈঠক করার পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, খসড়া ভোটার তালিকায় আরজেডি এই নেতার নাম রয়েছে।

বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য জুন মাস থেকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু করেছিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশন ওই খসড়া তালিকা প্রকাশের পরই এদিন পটনায় সাংবাদিক বৈঠক করেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে তিনি বলেন, “EPIC নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনও তথ্য পেলাম না।” SIR-র সময় তিনি ফর্ম পূরণ করেছিলেন জানিয়ে তেজস্বী বলেন, “বুথ লেভেল অফিসার নিজে এসে আমার নথি নিয়ে যান।”

বিহারের মোট বিধানসভা আসন ২৪৩টি। তিন-চার মাস পরই বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ৬৫ লক্ষের বেশি ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে তেজস্বী বলেন, “প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ২০ থেকে ৩০ হাজার করে নাম বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রায় ৬৫ লক্ষ। যার অর্থ মোট ভোটারের ৮.৫ শতাংশকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তেজস্বী বলেন, “নির্বাচন কমিশন বলছে, এত মানুষ অন্য জায়গায় চলে গিয়েছে। এত মানুষ মারা গিয়েছেন। এত মানুষের নাম একাধিক জায়গায় রয়েছে। কিন্তু, নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে, সেখানে চালাকি করে কোনও ভোটারের ঠিকানা দেয়নি, বুথ নম্বর দেয়নি। এপিক নম্বর দেয়নি। ফলে আমরা বুঝতে পারছি না, কার নাম বাদ গিয়েছে।

খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে তেজস্বী যাদবের

এদিকে, তেজস্বীর সাংবাদিক বৈঠকের পর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, আরজেডি নেতার নাম রয়েছে খসড়া ভোটার তালিকায়। ৪১৬ নম্বরে নাম রয়েছে তাঁর।