Mysuru-Darbhanga Express accident: মালগাড়িতে ধাক্কা দ্বারভাঙ্গা এক্সপ্রেসের! নবমীর রাতে বড় দুর্ঘটনা
Mysuru-Darbhanga Express accident: অষ্টমী-নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুঁখোমুখি সংঘর্ষ মাইসুরু-দ্বারভাঙ্গা এক্সপ্রেসের। সংঘর্ষের পর অন্তত তিনটি বগিতে আগুন ধরে গিয়েছে বলে খবর।
চেন্নাই: অষ্টমী-নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুঁখোমুখি সংঘর্ষ মাইসুরু-দ্বারভাঙ্গা এক্সপ্রেসের। সংঘর্ষের পর অন্তত তিনটি বগিতে আগুন ধরে গিয়েছে বলে খবর। দ্রুত আগুন অন্যান্য কতামরাতেও ছডিয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে দ্বারভাঙ্গা এক্সপ্রেস। যাত্রীবাহী ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলেও জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায়, তামিলনাড়ুর গুম্মুদিপুন্ডির কাছে কাভারাপেট্টাইতে। রাত ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত হতাহতের সঠিক পরিসংখ্যান জানা যায়নি। তবে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা য়াচ্ছে, প্রাথমিকভাবে স্থানীয় মানুষই হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। সর্বশেষ খবর অনুযায়ী, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আরপিএফ কর্মীরা। ঘটনাস্থলে আছে স্থানীয় পুলিশও। যারা অল্প আহত তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যাদের আঘাত গুরুতর, তাদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।