Nagpur Murder: স্মার্টফোন চেয়েছিলেন, টাকা না মেলায় মাকে খুন গুণধর ছেলের
Nagpur Murder: মৃতের নাম কমলাবাই বাদওয়াই (৪৭)। পরিবার সূত্রে খবর, ওই মহিলার ছেলে রামনাথ প্রথমে ফোন করে তাঁর ভাই দীপককে ডাকেন। জানান যে অসুস্থতার জন্য কমলাবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে।
নাগপুর: মায়ের কাছে স্মার্ট ফোন চেয়েছিলেন। না পেয়ে শেষে শ্বাসরোধ করে খুন ছেলের। এখানেই শেষ পরে ভাইকে ডেকে মিথ্যে বলার অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাগপুরে।
মৃতের নাম কমলাবাই বাদওয়াই (৪৭)। পরিবার সূত্রে খবর, ওই মহিলার ছেলে রামনাথ প্রথমে ফোন করে তাঁর ভাই দীপককে ডাকেন। জানান যে অসুস্থতার জন্য কমলাবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে।
তবে মায়ের গলায় দাগ এবং সোনার গহনা না থাকায় সন্দহ হয় দীপকের। তিনি গিয়ে পুলিশকে গোটা বিষয়টি খুলে বলেন। এরপর রামনাথকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, জেরায় অভিযুক্ত শিকার করে নিয়েছেন তিনি তাঁর মা-কে খুন করেছে। মায়ের কাছে স্মার্ট ফোনের টাকা চেয়েছিলেন। সেই টাকা না মেলায় এই খুন।