নয়া দিল্লি: ক্রিকেট জগতে বিষাদের ছায়া। কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদীর মৃত্যুতে শোকস্তব্দ রাজনৈতিক জগতও। বেদীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কিংবদন্তি এই স্পিনারের জীবনী ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।
সোমবার ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি এই স্পিনার। দেশের সেরা বাঁ হাতি স্পিনার তিনি। দেশের হয়ে ৬৭ টেস্টে ২৬৬ উইকেট নিয়েছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লিখেছেন, “তাঁর দুর্দান্ত বোলিংয়ে একাধিক চিরস্মরণীয় জয় পেয়েছে ভারত। ভবিষ্যৎ প্রজন্মকেও তিনি অনুপ্রাণিত করবেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।”
ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এই অধিনায়কের প্রয়াণে শোক প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদীজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।”
বেদীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, “নিজের দুর্দান্ত বোলিংয়ে দেশকে অবিস্মরণীয় সব জয় উপহার দিয়েছেন। তাঁর নাম লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে। মহান অধিনায়ক ছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।”
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর শোকবার্তায় জানিয়েছেন, বেদীর প্রয়াণ ক্রিকেট জগতের জন্য বড় ক্ষতি। ব্যক্তিগত স্মৃতিচারণা করে অনুরাগ ঠাকুর বলেন, “আমি পঞ্জাবের হয়ে খেলতাম। উনি আমাদের রণজি ট্রফি দলের কোচ ছিলেন।”