PM Modi on Home Loan: মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি, গৃহঋণ নিয়ে বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 15, 2023 | 7:04 PM

PM Modi on Home Loan: প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা শহরে থাকেন কিন্তু নিজেদের কোনও ঘর নেই, তাঁদের জন্য সরকার একটি স্কিম আনতে চলেছে।'

PM Modi on Home Loan: মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি, গৃহঋণ নিয়ে বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদী
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: সাধারণ মানুষের জন্য সুখবর। গৃহঋণের বোঝা এবার কিছুটা লাঘব হতে চলেছে। স্বাধীনতা দিবসের দিন এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহর অঞ্চলে যাঁরা নিজেদের একটা ঘর তৈরি করতে চান, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার শীঘ্রই একটা স্কিম আনতে চলেছেন বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁরা শহরে থাকেন কিন্তু নিজেদের কোনও ঘর নেই, তাঁদের জন্য সরকার একটি স্কিম আনতে চলেছে।’

ক্ষমতায় আসার পরই মোদী সরকার বাড়ি কেনা বা তৈরি করার জন্য বিশেষ যোজনা নিয়ে এসেছিল। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা (আর্বান)’ চালু করা হয়েছিল। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক সেই স্কিম কার্যকর করতে সাহায্য করে। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ১.১৮ কোটি বাড়ির ক্ষেত্রে এই যোজনার অনুমোদন দেওয়া হয়েছে। গ্রাহকেরা পেয়েছেন ৭৬.০২ লক্ষ টাকা।

এদিন মোদী বলেন, ‘প্রান্তিক শ্রেণির মানুষ, যাঁরা শহরে বসবাস করছেন, তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মধ্যবিত্ত পরিবারগুলি চায়, তাদের নিজেদে একটা বাড়ি হোক। আমরা সেই সব মানুষের জন্য একটা স্কিম আনতে চাই, যাঁরা ভাড়া বাড়িতে, বস্তি এলাকায় বা কলোনিতে বসবাস করেন। তাঁরা যদি তাঁদে নিজেদের বাড়ি তৈরি করতে চান, তাহলে তাঁদের সাহায্য করা হবে। ঋণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে, যার ফলে কয়েক লক্ষ টাকা বেঁচে যেতে পারে তাঁদের।’ এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এ ব্যাপারে কোনও তথ্য জানানো হয়নি।

Next Article