PM Narendra Modi : ভুয়ো সমাজবাদকে তোপ দেগে যোগীর হয়ে ধরলেন ব্যাট, পাঁচ রাজ্যে জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদী

PM Modi : সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী দাবি করেন যে তাঁর দল সবসময় মানুষের জন্য কাজ করে। আর তাই মানুষও বিজেপির উপর আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi : ভুয়ো সমাজবাদকে তোপ দেগে যোগীর হয়ে ধরলেন ব্যাট, পাঁচ রাজ্যে জয় নিয়ে আত্মবিশ্বাসী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 11:52 PM

নয়া দিল্লি : আগামীকাল থেকে নির্বাচন শুরু হবে উত্তরপ্রদেশে। তার আগেই আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী দাবি করেন যে তাঁর দল সবসময় মানুষের জন্য কাজ করে। আর তাই মানুষও বিজেপির উপর আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মানুষের ভরসা ইভিএমে প্রতিফলিত হবে বলে দাবি করে মোদী এদিন বলেন, ‘বিজেপি সবসময় মানুষের সেবা করে এসেছে। যখন দল ক্ষমতায় থেকেছে, তখন ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রেই কাজ করা হয়েছে। আমি পাঁচ রাজ্যেই বিজেপির জয় দেখতে পাচ্ছি। আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সাথে জিতব এবং পাঁচটি রাজ্যের মানুষ আমাদের তাঁদের সেবা করার সুযোগ দেবে।’

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সরকারের কাজ ব্যবসা করা নয়। সরকারের কাজ হল দরিদ্রদের খাদ্য সংস্থানের কথা ভাবা, তাঁদের জন্য ঘর ও শৌচাগার তৈরি করা, তাঁদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, তাঁদের জন্য স্বাস্থ্য সুবিধার ব্যবস্থা করা, রাস্তা তৈরি করা, ক্ষুদ্র কৃষকদের কথা ভাবা। এটাই আমার অগ্রাধিকার।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এটাকে কেউ যদি সমাজতন্ত্র বলে, আমি তা মেনে নিই। আমি যখন নকল সমাজতন্ত্রের কথা বলি, তখন সেটা রাজবংশের কথা। আপনি কি লোহিয়াজি, জর্জ ফার্নান্ডেস, নীতীশ কুমারের পরিবারকে (ক্ষমতায়) দেখতে পান? তাঁরা সমাজতান্ত্রিক। আমি চিঠি পেয়েছি যে সমাজবাদী পার্টির ৪৫ জন কোনও না কোনও পদে আছেন। এই পরিবারতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি।’

এদিন সরাসরি যোগীর হয়ে ব্যাট ধরে উত্তরপ্রদেশ প্রসঙ্গে মোদী বলেন, ‘যদি কেউ যোগীজির কঠোর পরিশ্রম এবং সফল পরিকল্পনাগুলির ফায়দা তোলার চেষ্টা করে, তা থেকে আমি বুঝতে পারি যে তাঁর প্রকল্পগুলি এতই দুর্দান্ত যে তিনি অসম্ভবকে সম্ভবে পরিণত করেছেন। প্রতিদ্বন্দ্বীরাও এটার থেকে ফায়দা তুলতে এসেছেন। আমি এটাকে যোগীজির কৃতিত্ব মনে করি।’ এরপর মোদী বলেন, ‘আজকাল মহিলারা বলেন যে তাঁরা অন্ধকার নামার পরেও বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারেন। এই বিশ্বাসটা নিরাপত্তার জন্য অপরিহার্য। উত্তরপ্রদেশে একটা সময় ছিল যখন গুন্ডারা যা খুশি করতে পারত, আজ তারা আত্মসমর্পণ করেছে। যোগীজি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং এর সাথে কোনও আপস করেননি।’ যোগীর প্রশংসা করে মোদী আরও বলেন, ‘যখন লোকেরা উত্তরপ্রদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন, তখন তাঁরা আগের সরকার, মাফিয়া রাজ, গুন্ডা রাজের সময় তাঁদের সমস্যাগুলির কথা ভাবেন। বাহুবলীদের সরকারে অপরাধীরা মর্যাদা এবং আশ্রয় পেতেন। ইত্তরপ্রদেশ এই বিষয়টিকে কাছ থেকে দেখেছে। সেই সময় মহিলারা বাইরে যেতে পারতেন না।’

এদিকে কৃষি আইন বিতর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকদের স্বার্থে কৃষি আইন আনা হয়েছিল এবং জাতির স্বার্থে তা প্রত্যাহার করা হয়েছিল।’ মোদী বলেন, ‘আমি কৃষকদের মন জয় করতে এসেছি, তাই করেছি। আমি ক্ষুদ্র কৃষকদের কষ্ট বুঝি। আমি বলেছিলাম যে কৃষকদের সুবিধার জন্য কৃষি আইন প্রয়োগ করা হয়েছিল কিন্তু জাতীয় স্বার্থে তা ফিরিয়ে নেওয়া হয়েছে।’ পঞ্জাবে তাঁর নিরাপত্তা গাফিলতি প্রসঙ্গেও এদিন প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। তবে এই বিষয়ে মোদী কিছু বলতে চাননি। তাঁর কথায়, ‘আমি এই বিষয়ে কিছু বললে তা তদন্তকে প্রভাবিত করবে।’

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা