BJP in Gujrat: গুজরাটে আবার ২৬-এ ২৬ পাবেন মোদী-শাহরা? কী বলছে সমীক্ষা?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 07, 2023 | 6:59 AM

BJP in Gujrat: সমীক্ষা বলছে, এখনই ভোট হলে কার্যত 'হ্যাটট্রিক' করবে বিজেপি, কারণ ২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনেও গুজরাটে জয় পেয়েছে গেরুয়া শিবির। ২০২৪-এও কি সব আসনেই বিজেপি জয়ী হবে বিজেপি?

BJP in Gujrat: গুজরাটে আবার ২৬-এ ২৬ পাবেন মোদী-শাহরা? কী বলছে সমীক্ষা?
নরেন্দ্র মোদী ও অমিত শাহ (ফাইল ছবি)
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে দিল্লির মসনদে যে বিজেপি রয়েছে তার সাফল্যের যাত্রা যে গুজরাট থেকে শুরু হয়েছিল, সে কথা বলাই যায়। একসময়ের সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকা নরেন্দ্র মোদীই আজ দেশের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যও গুজরাট। তাই এই রাজ্য বিজেপির কাছে সবসময়েই আলাদা গুরুত্ব পেয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমের এই রাজ্যে কী ফলাফল হবে, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। তবে এই মুহূর্তে যদি লোকসভা নির্বাচন হয়, তাহলে ফল কী হবে সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি-সিএনএক্স। সেখানে দেখা যাচ্ছে, এখন ভোট হলে গুজরাটের ২৬টি লোকসভা আসনের মধ্যে ২৬টিই পাবে বিজেপি। বিরোধী দলগুলির তৈরি জোট ‘ইন্ডিয়া’ কোনও প্রভাব ফেলবে না বলেই সেই রিপোর্টে উল্লেখ রয়েছে।

ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষার রিপোর্ট বলছে, এখনই ভোট হলে কার্যত ‘হ্যাটট্রিক’ করবে বিজেপি, কারণ ২০১৪ ও ২০১৯-এরর লোকসভা নির্বাচনেও গুজরাটে জয় পেয়েছে বিজেপি। সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৬১ শতাংশ ভোট আর কংগ্রেস ২৮ শতাংশ। আম আদমি পার্টির ঝুলিতে যেতে পারে ৮ শতাংশ ভোট।

২০১৯-এর লোকসভা নির্বাচনেও গুজরাটের সবকটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। আর ২০২২-এর গুজরাট বিধানসভা নির্বাচনও ছিল কংগ্রেসের জন্য বড় ধাক্কা। ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ১৫৬টিতেই জয়ী হয়েছিল বিজেপি। দীর্ঘদিন ধরে গুজরাট বিজেপির শক্ত ঘাঁটি হলেও এই বিধানসভা ভোট ছিল গেরুয়া শিবিরের সবথেকে বড় সাফল্য। সেই নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ১৭টি আসন আর আম আদমি পার্টি পেয়েছিল ৫টি। সেই সাফল্য এবারও অব্যাহত থাকবে বলেই উল্লেখ করা হয়েছে সমীক্ষায়।

Next Article